Sunday, August 24, 2025

“মিছিল হবেই” হুঙ্কার বিজেপির, না “আঁচালে বিশ্বাস নেই” কটাক্ষ রত্নার

Date:

কলকাতা পুলিশের (Kolkata Police) অনুমতি ছাড়াই, আজ সোমবার কলকাতায় মিছিল (Rally) করবে বিজেপি (BJP)। যা নিয়ে গতকাল, রবিবার গভীর রাত পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের (Sovon Chatterjee) বাড়িতে বৈঠক হয় বিজেপি নেতৃত্বের। সেখানে উপস্থিত ছিলেন ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee), শঙ্কুদেব পণ্ডা (Sanku Dev Panda), দেবজিত্‍ সরকার (Debjit Sarkar) ও রাকেশ সিং (Rakesh Singh)। বৈঠকে সিদ্ধান্ত হয়, মিছিল হবেই। যদিও গতকালই লালবাজার থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, সপ্তাহের প্রথম কাজের দিন সাধারণ মানুষের সমস্যার কথা মাথা রেখে এই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন : পুলিশি অনুমতি নেই, শোভনের মিছিল ঘিরে ব্যাপক ঝামেলার আশঙ্কা

প্রসঙ্গত, ১৭ গাড়ি, অসংখ্য ম্যাটাডোর, বিজেপি সমর্থকদের একটা বড় জমায়েতের সম্ভাবনা আছে। ফলে সপ্তাহের প্রথম দিনে অবরুদ্ধ হয়ে যেতে পারে শহরের বিস্তীর্ণ এলাকা। এই কারণ দেখিয়ে মিছিলের অনুমতি দেয়নি লালবাজার। কিন্তু রাতে বৈঠকের পর বিজেপি নেতৃত্ব জানায়, গাড়ি ও বাইকের সংখ্যা কমানো হয়েছে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই মিছিল করা হবে। কিন্তু তার পরও মেলেনি অনুমতি।

এদিকে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়-এর মিছিলকে কটাক্ষ করেছেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, “গত দেড় বছরে কত মিটিং-মিছিল হবে শুনলাম, আবার ভেস্তে যেতে দেখলাম। প্রথমত, শোভন-বৈশাখী মিছিলের কোনও গুরুত্বই নেই। লোক হাসানো। সবই নাটক।”

আরও পড়ুন : শুরুর আগেই তাল কাটল, বিজেপির মিছিলে শোভন থাকলেও নেই বৈশাখী

এর পরই রত্নাদেবী বলেন, “মিছিলের আগেই তো বৈশাখী পালিয়ে গেলো। শুনছি সে নাকি মিছিলে আসবে না। কেন আসবে না, আপনারা খোঁজ নিন। দেখবেন আবার কোনও শর্ত চাপিয়েছে। আর বৈশাখী না গেলে শোভনবাবু শেষ পর্যন্ত যাবেন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। তাই শেষ পর্যন্ত মিছিল হয় কিনা দেখুন, না আঁচালে বিশ্বাস নেই।”

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version