রেকর্ড ভেঙে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রয়েছে ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। গত কয়েক দিন ধরে একটানা ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। সোমবার অতীতের সব রেকর্ড ভেঙে ৪৮০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর। মঙ্গলবার তা আরো বাড়লো

ভারতে দুটি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। এর ঠিরপর শেয়ারবাজারে তার প্রতিফলন দেখা গেল। সোমবার শেয়ারবাজারে দ্রুতগতিতে ৪৮০০০ এর গণ্ডি পার করে ফেলার পর সেনসেক্স আরো ঊর্ধ্বমুখী হলো মঙ্গলবার। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৬০.৯৮ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৪৩৭.৭৮।

আরও পড়ুন:লক্ষ্মীর ইস্তফায় নেগেটিভ কিছু নেই, শুভেচ্ছা রইল: মুখ্যমন্ত্রী

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৬৬.৬০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,১৯৯.৫০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

Advt

Previous articleবাবা স্যালুট করলেন মেয়েকে, কেন জানেন?
Next articleফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা