Saturday, August 23, 2025

পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল

Date:

 

কিশোর সাহা

এবার লক্ষ্য ডুয়ার্স। মঙ্গলবার তৃণমূলের সাংসদ তথা দলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)-পিকে (Prasant Kishor)জুটি শিলিগুড়ি (Siliguri) থেকে সেবক (Sebak), মালবাজার (Malbazar), চালসা, বানারহাট হয়ে যাবেন হাসিমারায় (Hashimara)। সেখানে মন্দিরে পুজো দেবেন। ডুয়ার্সের নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন। রাস্তায় পরিস্থিতি সরেজমিনে দেখবেন।

বিকেলের মধ্যে পৌঁছবেন আলিপুরদুয়ার(Alipurduwar)। সেখানে সার্কিট হাউসে দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করার কথা। সূত্রের খবর, ওখানেই আলিপুরদুয়ার জেলার নেপালিভাষী নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলে বিমল গুরুং (Bimal Gurung) ফেরার পরে রাজনৈতিক পরিস্থিতি কতটা পাল্টেছে তা নিয়ে আলোচনা করার কথা। এর পরে আলিপুরদুয়ার জেলার বিধানসভা ভিত্তিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

দলের এক নেতা জানান, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সের কয়েকজন তৃণমূল (Tmc) নেতার বিজেপিতে (Bjp) যাওয়ার ব্যাপারে নিত্য যা রটছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। যেমন, কালচিনি মোহন শর্মা, যিনি আগে দলের জেলা সভাপতি ছিলেন। তা ছাড়া হালে সৌরভ চক্রবর্তীকে নিজের বিধানসভার বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে তিনিও ক্ষুব্ধ বলে দলের খবর। এমন অনেক ক্ষোভ রয়েছে ডুয়ার্সে। তা সামাল দিয়ে নেতা কর্মীদের একজোট করে রাখতেই সকালে শিলিগুড়ি থেকে বেরিয়েছেন। ফিরবেন সেই রাতে।

বুধবার যাবেন জলপাইগুড়ি (Jalpaiguri)। সেখানে জল্পেশ মন্দিরে পুজোপাঠ করে যাবেন সার্কিট হাউজ (Circuit House)। দিনভর সেখানে মিটিং। রাতে ফিরবেন শিলিগুড়ি। পরদিন, বুনিয়াদপুর, গংগারামপুর যাবেন। কর্মিসভা করার কথা। রাতে শিলিগুড়ি। শুক্রবার কলকাতা (Kolkata) ফিরবেন অভিষেক ও পিকে।

আরও পড়ুন:অন্য ‘সিলসিলা’: একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রী-ঋতুপর্ণা

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version