তৃতীয় টেস্টে নামার আগে হুঙ্কার নেথান লায়নের, রোহিতকে আটকাতে বিশেষ পরিকল্পনা

তৃতীয় টেস্টে ( 3rd test) নামার আগে হুঙ্কার অস্ট্রেলিয়ার( Australia ) ক্রিকেটার নেথান লায়নের ( Nathan Lyon)। বলছেন সিডনি টেস্টে রোহিত শর্মাকে ( Rohit sharma) আটকানোর ছক তৈরি তাদের। চোট সারিয়ে তৃতীয় টেস্ট থেকে দলে ফিরছেন রোহিত। আর সেই কারণেই হিট ম‍্যানকে নিয়ে আলাদা পরিকল্পনা শুরু অস্ট্রেলিয়া ব্রিগেডের।

চোটের কারনে টি-২০, একদিনের সিরিজি এবং টেস্ট সিরিজে প্রথম দুই টেস্টে দলে ছিলেন না রোহিত শর্মা। তবে এখন পুরো ফিট। তাই তৃতীয় টেস্ট থেকে দলে ফিরছেন তিনি। আর তিনি বিপক্ষ দলের পক্ষে কতটা ভয়ংকর, তা ভালই জানে অজি ব্রিগেড। তাই তো এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত প্রসঙ্গে অজি স্পিনার নেথান বলেন, ” বিশ্ব ক্রিকেটে অন‍্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। প্রত‍্যেক বোলারের কাছেই রোহিতকে সামলানো একটা বড় চ‍্যালেঞ্জ। তবে আমরা সেই চ‍্যালেঞ্জ নিতে তৈরি।রোহিতকে আটকানোর সব পরিকল্পনাই আমাদের তৈরি।”

দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করেন অজিঙ্কে রাহানের। তৃতীয় টেস্টে রাহানেকে আটকাতে যে তৈরি টিম অস্ট্রেলিয়া, তা জানাতে ভুললেন না নেথান লায়ন।

৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে জয়ের পর, এই মুহূর্তে সিরিজ সমতায় টিম ইন্ডিয়া । তবে ৭ জানুয়ারি তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া অজিঙ্কে রাহানের দল।

আরও পড়ুন:চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল