নতুন সংসদ ভবন নির্মাণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট

নতুন সংসদ ভবন (new building of Parliament) নির্মাণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট(supreme court)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র (Narendra Modi) মোদির স্বপ্নের প্রকল্প ‘সেন্ট্রাল ভিসটা প্রজেক্ট’-কে সবুজ সংকেত দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। এদিনের রায়ে রীতিমতো স্বস্তি পেয়েছে মোদি সরকার।

প্রথম থেকেই নতুন সংসদ ভবনের নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। প্রশ্ন উঠেছে, করোনা সংকটের মধ্যে বিশাল অঙ্কের টাকা খরচ করে নয়া ভবন নির্মাণ কতটা জরুরি এবং যুক্তিসঙ্গত। এছাড়া পরিবেশ দূষণ ও জমির ব্যবহারে পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই প্রশ্ন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। শেষে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

এদিন সেই মামলায় রায় দিল দেশের শীর্ষ আদালত। তবে বাকি দুই বিচারপতির সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি সঞ্জীব খান্না। পরিবেশ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়ার বিষয়ে তাঁর আপত্তি রয়েছে। এদিকে, নয়া নির্মাণে ছাড়পত্র দিলেও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট। নির্মাণস্থলে দূষণ রোধে অ্যান্টি-স্মোগ গান ও স্মোগ টাওয়ার বসানোর নির্দেশ দিয়েছে আদালত।