সারদা মায়ের জন্মতিথিতে ভক্তশূন্য বাগবাজারের বাড়ি

আজ মঙ্গলবার সারদা মায়ের ১৬৮-তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ সহ কলকাতার বাগবাজারে সব জায়গাতেই পালিত হচ্ছে সারদা মায়ের জন্ম দিবস। এ দিন সকাল থেকেই নানা অনুষ্ঠানের মাধ্যমে মা সারদা কে শ্রদ্ধা জানানো হচ্ছে ।
যদিও এবছর করোনা আবহের জেরে ভক্তশূন্য কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়ি। তবে বেশ জাঁকজমক ভাবেই পালিত হচ্ছে দিনটি। মায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ পুজো-প্রার্থনার। সঙ্গে চলছে হোম-যজ্ঞ।
মা সারদা দেবী দীর্ঘদিন বাগবাজারে মায়ের বাড়িতে ছিলেন। ১৯০৯ থেকে ১৯২০ পর্যন্ত এর দোতলায় একটি ঘরে তিনি থাকতেন। এটি ঠাকুরঘর হিসাবে পরিচিত। জয়রামবাটির পর বাগবাজারের বাড়িতেই তিনি জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন।