Tuesday, November 4, 2025

ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ তৃণমূল নেতা ভূষণ সিংয়ের

Date:

ওয়ার্ড কমিটি(ward committee) নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষন সিং(Bhushan Singh)৷ আজই কোচবিহার শহর ব্লক কমিটির(block committee) সহসভাপতি পদ দেওয়া হয়েছিল ভূষন সিংকে৷ তবে ২০ জনের ওয়ার্ড কমিটির সভাপতিদের নাম অপছন্দ হওয়াতেই নিজের এই সাংগঠনিক পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে দিয়েছেন৷

এদিন ভূষণ সিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এই পদে থাকবেন না৷ যেই ওয়ার্ড কমিটি গঠন হয়েছে তা নিয়ে জেলা সভাপতি তার সাথে কোনও আলোচনা করেনি। এমন কমিটি নিয়ে সাংগঠনিক কাজ করা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য কমিটিকে এব্যাপারে অভিযোগ জানাবেন কিনা জানতে চাওয়া হলেও তিনি বলেন, রাজ্য কমিটি ও নেতৃত্ব সব খোঁজ রাখেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানান, এই ব্যাপারে যা আলোচনা তা দলের অন্দরেই হবে। এই নিয়ে মন্তব্য করবেন না।

আরও পড়ুন:অভিষেকের নাম করে কুৎসা, বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ

দলীয় সূত্রে খবর, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ছয়টি ব্লক কমিটির নাম আজ ঘোষণা করা হয়। কোচবিহার শহর ব্লক কমিটির সভাপতি হিসেবে নিরঞ্জন দত্তের নাম আগেই চুড়ান্ত হয়েছিল। আজ সহ সভাপতি হিসেবে ৯ জনের নাম প্রকাশ হয়। এর মধ্যে নাম রয়েছে ভূষন সিংয়ের৷ তবে শহরের ওয়ার্ড কমিটির ২০ জনের নাম প্রকাশের পর ক্ষোভ উগরে দেন ভূষন সিং৷ এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের সভা মঞ্চে বসার সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভূষন সিং। ফের কমিটি প্রকাশ ঘিরে দেখা গেছে তাঁর ক্ষোভ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version