শোভন-বৈশাখীর অনুপস্থিতিতে কড়া নজরদারি গেরুয়া নেতৃত্বের

বিজেপির মেগা রোড শো-তে শোভন-বৈশাখী (Sobhan Chatterjee-Boishakhi Benarjee) না থাকার রেশ এখনও কাটেনি। সমানে চলছে আলোচনা। অস্বস্তিতে বিজেপি (BJP)নেতৃত্ব। এনিয়ে অন্য ব্যাখ্যা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শোভন-বৈশাখীর অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, আমি জানি না ওঁরা কেন আসেনি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি দেখবে। তারও আলাদা ব্যবস্থা আছে।

তবে, সংবাদ মাধ্যমকে বৈশাখী স্পষ্ট করেই জানান, শোভন ও তিনি বিজেপিতেই আছেন। তবে বিজেপি নেতৃত্ব যে অত সহজ ভাবে বিষয়টি দেখছেন না সেটা দিলীপের কথাতেই স্পষ্ট।