Friday, November 7, 2025

কৃষকদের বকেয়া মেটাতে হবে রাজ্যকেই, নতুন দাবিতে সরব শুভেন্দু

Date:

Share post:

“ভোটের মুখে চাপে পড়ে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প বাংলায় চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ ওই প্রকল্প চালু হলেই বাংলার কৃষকদের হাতে গত দু’বছরের বকেয়া ১৪ হাজার টাকাও রাজ্যকে দিতে হবে৷ এই দাবিতে এবার শুরু হবে আন্দোলন”৷

রাজ্যকে চাপে ফেলতে বুধবার সবংয়ের তেমাথানি’র সভায় নতুন এই দাবি নিয়ে রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দু বলেন, “তৃণমূল সরকার পরিকল্পিতভাবে গত দু’বছর কৃষকদের বঞ্চিত করেছে কিষাণ সম্মান নিধির টাকা থেকে৷ ভোটের জন্য আজ মুখ্যমন্ত্রী চালু করতে চাইছেন প্রধানমন্ত্রীর এই প্রকল্প৷ চালু করলেই হবেনা, একইসঙ্গে দু’বছরের বকেয়া টাকাও দিতে হবে কৃষকদের৷ না দিলেই রাজ্য শুরু হবে কৃষক আন্দোলন৷

বিজেপি নেতা হিসেবে পশ্চিম মেদিনীপুরে এর আগে দু’টি সভা করেছেন শুভেন্দু। এদিন তৃতীয় সভাটি করলেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার ‘গড়’ সবং-এ৷

বক্তব্যের শুরুতেই এদিন শুভেন্দু ‘ক্ষমা’ চেয়ে নেন জেলার বিজেপিনেত্রী অন্তরা ভট্টাচার্যের কাছে৷ শুভেন্দু বলেন, “অন্তরাদেবীর কাছে ক্ষমা চাইছি৷ আমার জন্যই গত উপনির্বাচনে উনি জিততে পারেননি৷ মানস ভুঁইয়া ধরাধরি করে স্থানীয় তৃণমূল নেতাদের বঞ্চিত করে নিজের পত্নী গীতা ভুঁইয়াকে প্রার্থী করে নেন৷ এই প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ ছিলো৷ আমার জন্যই ওই সাংসদের স্ত্রী বিধায়ক হতে পেরেছেন৷ তাই আমি অন্তরা দেবীর কাছে ক্ষমা চাইছি৷ আমি না থাকলে উনি বিজেপির বিধায়ক হয়ে যেতেন৷” প্রসঙ্গত, সবংয়ের উপনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন
অন্তরা ভট্টাচার্য৷ এদিন শুভেন্দু মুক্তকন্ঠে প্রশংসা করেন ওই জেলার এক সময়ের পুলিশ কর্তা, বর্তমানে রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষের৷ বলেন,”কেশপুরে ভোট লুঠ করেছে বলেই ভারতী ঘোষ দিল্লি যেতে পারেননি”৷ শুভেন্দু বলেন, “অন্তরাদেবী এবং ভারতী ঘোষকে কথা দিচ্ছি একুশের বিধানসভা ভোটে এই দু’জনই জয়ী হবেনই৷ দায়িত্ব নিয়েই বলছি৷”

বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু বিগত প্রতিটি সভায় যে সুরে তৃণমূলকে তোপ দেগেছেন, এদিনও তার অন্যথা হয়নি৷
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আজ তৃণমূল আমাকে বিশ্বাসঘাতক বলছে৷ তৃণমূল আমাকে প্রতিষ্ঠা দিয়েছে৷ আজ আমি সেই দল ছেড়েছি৷ আরে, কংগ্রেস এবং রাজীব গান্ধী প্রতিষ্ঠা দিয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ উনি সেদিন রাজীব গান্ধীর সঙ্গে বেইমানি করে ‘গডসের দলের’ হাত ধরেছিলেন কেন ?”

শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যাওয়া জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি এদিনের সভা পরিচালনা করেন৷ শুভেন্দু ঘোষণা করেন, “আগামী ৮ জানুয়ারি বিজেপি নন্দীগ্রামে লক্ষাধিক মানুষের জমায়েত করে উৎখাত করে দেবে তৃণমূলকে”৷ একইসঙ্গে জানান, কেশপুরে ১৬ তারিখে হবে বিজেপির ঐতিহাসিক সমাবেশ৷

ওদিকে, শুভেন্দুর এদিনের সভার পাল্টা সভা ডেকেছে তৃণমূলও। কাল, বৃহস্পতিবার ওই একই স্থানে সভা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি৷

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...