Monday, November 17, 2025

‘বীরের মত ইস্তফা দিয়ে জিতে আসবো ৩ লক্ষ ভোটে’, পাল্টা তোপ সাংসদ সুনীলের

Date:

তৃণমূলকে নিশানা করে পাল্টা তোপ সাংসদ সুনীল মণ্ডলের৷

মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। এরপরই তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এবার তাঁর প্রাক্তন দলের নেতৃত্বের ‘বিবেক’ নিয়ে প্রশ্ন তুলে সাংসদ সুনীল মণ্ডল বলেছেন, “গত ৫ বছরে একাধিক বাম- কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি। কেউ ইস্তফা দেয়নি৷ তখন কোথায় ছিলো তৃণমূলের এই নীতিজ্ঞান ? ওরা কোনও পদক্ষেপ করেনি। অথচ আমার বেলা সাংসদ পদ খারিজের চিঠি দিলেন সুদীপবাবু।” এরপরই তিনি বলেন, “”আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমি জোর গলায় বলছি জনগণের চাপে আমি দলবদল করেছি। উপনির্বাচনে জিতে তা প্রমাণ করে দেব। তিন থেকে চার লক্ষ ভোটে জিতবো।”

তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে স্পিকারকে চিঠিও দিয়েছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে সুনীল মণ্ডল বলেছেন, “দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের কোনও সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়নি গত বেশ কয়েক বছর। আমার সংসদীয় তহবিলের টাকায় উন্নয়ন হচ্ছে আর তার ফিতে কাটছে জেলার নেতারা। আমাকে একবার ডাকার বা জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করেননি।” কেন দল
ছেড়েছি তিনি তা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে নিজে জানিয়েছেন বলেও এদিন দাবি করেন সুনীল মণ্ডল।

আরও পড়ুন : দলের প্রবল চাপে আগামী সপ্তাহেই বিজেপির হয়ে মিছিল করতে পারেন শোভন

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version