একুশের নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগের কোনও সুযোগ হাতছাড়া করতে রাজি নয় রাজ্যের গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই আগামী ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিনে মহামিছিলের ডাক দিলো রাজ্য বিজেপি(BJP)। তবে এই মিছিলে উল্লেখযোগ্য বিষয় হল, মিছিলে দিলীপ ঘোষ(Dilip Ghosh) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মত নেতৃত্বরা উপস্থিত থাকলেও দলীয় পতাকা ছাড়া শুধুমাত্র স্বামীজীর ছবি ও জাতীয় পতাকা নিয়ে পথ হাঁটবেন বিজেপি নেতৃত্বরা। স্বামীজির জন্মদিনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচির একটি নাম দেওয়া হয়েছে, তার হোল ‘বিবেকের ডাক’।

আরও পড়ুন:নবান্ন অভিযানে একই মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে সোমেন পুত্র রোহন! জল্পনা তুঙ্গে

বিজেপি যুব মোর্চার তরফে আয়োজন করা হয়েছে এই মিছিলের। জানা গিয়েছে, শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে থেকে শুরু হবে এই মহা মিছিল। এরপর দীর্ঘ পথ হেঁটে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে গিয়ে থামবে মিছিলটি। ১২ ই জানুয়ারি এই মহামিছিলে একসঙ্গে রাস্তায় নামবেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দুবিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার এই দুই নেতাকে একত্রে দেখা গেল পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটতে দেখা যায়নি। এবার দেখা যাবে সেই ছবি। পাশাপাশি মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের। সব মিলিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনে কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য গেরুয়া শিবির।
