সৌদি থেকে অবৈধ বাংলাদেশী শ্রমিকদের দেশে ফেরাতে উদ্যোগ হাসিনা সরকারের

খায়রুল আলম, ঢাকা: সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ( ৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা ইতোমধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে।

সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোনও সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।

আরও পড়ুন:মাঝরাতে নন্দীগ্রামে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস/বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advt

Previous articleমাঝরাতে নন্দীগ্রামে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু
Next articleনতুন বছরে ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের