Thursday, November 13, 2025

‘শান্তিপূর্ণভাবে হোক ক্ষমতার হস্তান্তর’, মার্কিন হিংসায় উদ্বেগ প্রকাশ মোদির

Date:

ক্ষমতার হস্তান্তরকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে আমেরিকা(America)। ট্রাম্প সমর্থকদের(Trump supporter) বিক্ষোভের জেরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি ওয়াশিংটনে। ইতিমধ্যেই ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমেরিকার এহেন দাঙ্গা ও হিংসাত্মক পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়ে দিলেন, ‘ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণ পদ্ধতিতে হওয়া উচিত।’

আমেরিকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার একটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে(Washington DC) দাঙ্গা ও হিংসার খবর দেখে আমি অত্যন্ত ব্যথিত। ক্ষমতার পরিবর্তন ও শান্তিপূর্ণ হস্তান্তর বজায় রাখা জরুরি। গণতান্ত্রিক একটি প্রক্রিয়াকে বেআইনি বিরোধিতার মাধ্যমে বিকৃত করার অনুমতি কখনই দেওয়া যায় না।’

 

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসের কাছে পরাজিত হয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সংসদীয় কার্যক্রম শুরু হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন তিনি কোনোভাবেই হার স্বীকার করবে না। শুধু তাই নয় এই নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটন ডিসিতে নিজের সমর্থকদের উদ্দেশে এক ভাষণে ট্রাম্প জানান, নির্বাচনে যখন কারচুপি হয়েছে তখন আপনাদের হার স্বীকার করা কখনই উচিত নয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া ভাষণে তিনি এটাও জানান যে, এই নির্বাচনে অসাধারণ জয় হাসিল করেছেন তিনি।

আরও পড়ুন:অগ্নিগর্ভ আমেরিকা, ক্যাপিটল বিল্ডিংয়ে তাণ্ডব ট্রাম্প সমর্থকদের

ট্রাম্পের ওই ভাষণের পরই তেতে ওঠে পরিস্থিতি। বুধবার মার্কিন সংসদে জো বাইডেন ও কমলা হ্যারিসকে হবু রাষ্ট্রপতি স্বীকৃতি দিতে সমস্ত সাংসদরা। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের বহু সমর্থক সংসদের মধ্যে বেআইনিভাবে প্রবেশ করে। চলে গুলিও। যার জেরে মৃত্যু হয় এক মহিলার। সংসদ ভবনের বাইরে ও ট্রাম্প সমর্থকদের সঙ্গে পুলিশের হিংসাত্মক লড়াই চলে। এরপর গোটা এলাকায় সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। জানা গিয়েছে, এখনো পর্যন্ত ওই হিংসাত্মক লড়াইয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

Related articles

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...

বাংলায় আটকে যাবে অশ্বমেধের ঘোড়া! বিজেপিকে তোপ ঋতব্রতর

টেলিভিসনের টক শো-তে ভোটের ফল বেরোয় না। মানুষের পাশে থাকতে হয়। কারণ আসল হল জনতা। আর এই জনতার...

বিরোধীদের অভিযোগের জবাব দিতে হিমশিম, নিজের দোষও মানলেন ভলিবল সচিব

ইডেনে যখন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রস্তুতি তুঙ্গে তখন ময়দানের ভলিবল মাঠে উত্তেজনার গনগনে আঁচ। শাসক বনাম বিরোধী তরজায়...
Exit mobile version