Friday, November 28, 2025

সমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

Date:

Share post:

খেলোয়াড়ী জীবনে “বাপি বাড়ি যা স্টাইল”-এ যেমন একের পর এক বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন, এবার ঠিক সেভাবেই সমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে একেবারে মহারাজকীয় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)।

সব প্রতীক্ষা-উদ্বেগের অবসান। সম্পূর্ণ সুস্থ হয়ে অবশেষে হাসপাতাল থেকেও ছুটি পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ। আজ, বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন সৌরভ। বাইরে বেরিয়ে তাঁর ভক্তদের জন্য হাত নাড়েন। এরপর মাইক তুলে নিয়ে তাঁর আরোগ্য কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আপাতত কয়েকদিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল থেকে বেরিয়ে প্রত্যেক চিকিৎসক এবং উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital) কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজ (Maharaj)

এদিন বাড়ি ফেরার আগে হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ। সবাইকে ধন্যবাদ জানাব। বিশেষ করে চিকিৎসক ও সাংবাদিকদের অনেক ধন্যবাদ। মেডিক্যাল টিম ঘন্টার পর ঘন্টার আমার জন্য লড়াই করে গিয়েছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। দেবী শেঠীকে (Debi Setty) অনেক ধন্যবাদ জানাব। উনি আমার জন্য সময় দিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা হাসপাতালে বাইরে থেকে কভারেজ করে গিয়েছেন। সকলকে অনেক ধন্যবাদ। দ্রুত কাজে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।”

গত ২ জানুয়ারি, শনিবার সকালে জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত করেন তিনি। এরপর
আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভরতি হন তিনি। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক। রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়। মঙ্গলবারই ডা. দেবী শেঠী দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়েই আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি।

জানা গিয়েছিল, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে। ঠিক সেই মতো সকাল সাড়ে দশটার পরই হাসপাতাল থেকে বেরোন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর বাড়িতে একজন নার্স থাকবেন।
তিনি সময়মতো ওষুধপত্র দেবেন তাঁকে। প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে চিকিৎসকরা বাড়ি গিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির দেখভাল করবেন।

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...