রুদ্রনীলের গেরুয়া যোগ! জল্পনা তুঙ্গে

লাল, সবুজ হয়ে এবার কি গেরুয়া রং ধরবেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! এখন এই আলোচনায় চলছে রাজনৈতিক মহলে। কারণ আর কিছুই নয়, বুধবার ছিল রুদ্রনীলের (Rudranil Ghosh) জন্মদিন। আর সেদিন তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন বিজেপির যুব নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। শুধু তাই নয়, বিজেপি (Bjp) সূত্রে খবর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Bijaybargya) সঙ্গেও কথা বলতে রাজি হয়েছেন রুদ্রনীল। যে কোনদিন তাঁদের মধ্যে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। ছাত্র জীবনে এসএফআইয়ের (Sfi) সক্রিয় কর্মী ছিলেন রুদ্রনীল। কাজের জগতে সক্রিয় রাজনীতি না করলেও, বাম মনোভাবাপন্ন বলেই পরিচিত ছিলেন তিনি। তৃণমূল (Tmc) সরকারের দ্বিতীয় পর্যায় মোটা বেতনে সরকারি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। তা সত্ত্বেও বিভিন্ন বিষয় শাসকদলের সমালোচনা করতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন-সমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

লকডাউনের এ সময় তাঁর প্রচুর স্যাটায়ার কবিতা সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়। এবার রুদ্রনীলের গেরুয়া শিবিরে যোগাযোগ ফের রাজের রাজনীতিতে আরেক চমকের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

Previous articleসমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ
Next article‘শান্তিপূর্ণভাবে হোক ক্ষমতার হস্তান্তর’, মার্কিন হিংসায় উদ্বেগ প্রকাশ মোদির