Saturday, August 23, 2025

দীর্ঘদিন ধরেই জল্পনা বিজেপিতে নাকি ‘ভালো নেই’ জন বার্লা। কারণ ইদানীং প্রকাশ্যেই বেশ বেসুরো তিনি। আলিপুরদুয়ারের (Alipurduwar) সাংসদ জন বার্লা (John Barla) কি পদ্ম ছেড়ে ঘাসফুলে আসছেন?

প্রকাশ্যে এবং সংবাদমাধ্যমে মুখ খুলছেন জন বার্লা। সেখানে দলের বিরুদ্ধে কোনও ক্ষোভের কথা না বললেও এমন একজনের কথা তিনি বলেছেন যিনি এখন উত্তরবঙ্গের রাজনীতিতে বিজেপির (Bjp) সব থেকে বড় বিরোধী। তিনি বিমল গুরুং (Bimal Gurung)।

গুরুংয়ের প্রতি কী বার্তা দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ? তিনি জানিয়েছেন, “বিমল গুরুঙের সঙ্গে মন থেকে বন্ধুত্ব করেছি। তাঁর সঙ্গে বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকবে। ২০০৭ সাল থেকে আমরা বন্ধু। রাজনীতিতে চড়াই উতরাই থাকে। সময় আসলে সব বোঝা যাবে”। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুংয়ের প্রসঙ্গে একথা জানিয়েছেন তিনি। এনডিএ (Nda) জোট ছেড়ে তৃণমূলকে (Tmc) প্রকাশ্যে সমর্থনের কথা জানিয়েছেন বিমল গুরুং। এমনকী, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচারেও নেমেছেন তিনি। এই পরিস্থিতিতে একজন বিজেপি সাংসদের এই মন্তব্যে ফের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অনেকের মতে, বার্লা বুঝতে পেরে গিয়েছেন হাওয়া ঘুরছে। ২০১৯-এ উত্তরবঙ্গে বিজেপির পক্ষে যে হাওয়া ছিল তা আর এখন নেই। বরঞ্চ এখন বিজেপি বিরোধিতারই পাল্লাটাই ক্রমশ ভারী হচ্ছে। আলিপুরদুয়ার লোকসভা আসনের মধ্যে যে ৭টি বিধানসভা কেন্দ্রে গত লোকসভা কেন্দ্রে বিজেপি লিড পেয়েছিল এবার সেই লিড ধরে থাকা বিজেপির কাছে চাপের বলে মনে করা হচ্ছে।

এবার গুরুং বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছেন। আশা পাহাড় আর ডুয়ার্স মিলিয়ে ১৮টি আসন তিনি তুলে দেবেন তৃণমূলনেত্রীর হাতে। জন বার্লা জানেন গুরুংয়ের সঙ্গে দোস্তি না রাখলে বা নেপালি ভোট হাতছাড়া হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয় কার্যত অসম্ভব। তাই গুরুং বিজেপি বিরোধী হলেও তিনি গুরুং বিরোধী হতে চান না। এখন দেখার বার্লার এই বন্ধুত্বের বার্তাকে কীভাবে নেন গুরুং।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version