Sunday, August 24, 2025

চিন আর পাকিস্তানকে শিক্ষা দিতে ফরাসি সংস্থা ডাসল্ট এভিয়েশনের সঙ্গে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি আগেই করেছে ভারত। প্রায় চার বছর আগে হয়েছে সেই চুক্তি। এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছে ১১টি রাফাল। বাকি ২৫ টি  এ বছরের ভেতর চলে আসার কথা।
ফরাসি সংস্থাটি জানিয়েছে, প্রতি দুই মাস অন্তর ৩ থেকে ৪টি রাফাল ভারতে পাঠাবে তাঁরা। কিন্তু এর জন্য ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে ফরাসি সরকার।
ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক বিশেষজ্ঞ ইমানুয়েল বনে কয়েকদিনের মধ্যেই ভারতে আসছেন। উদ্দেশ্য, নরেন্দ্র মোদি সরকারের কাছে এই প্রস্তাব রাখা।
ডাসল্ট জানিয়েছে, ভারত যদি কমপক্ষে ১০০টি নতুন বিমানের বরাত দেয় তাহলে ভারতের মাটিতেই রাফাল বানানোর কাজ শুরু করতে চায় সংস্থা।
বর্তমানে নাগপুরের কাছে রাফাল বিমানের কিছু যন্ত্রাংশ তৈরির বরাত পেয়েছে একটি ভারতীয় সংস্থা। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর প্রয়োজন রয়েছে আরও ১২০ টি বিমানের। যার ভেতর ১১৪টির জন্য টেন্ডার ডাকা হয়েছে। সেখানে রাফাল ছাড়াও রুশ,মার্কিন এবং সুইডিশ যুদ্ধবিমান সংস্থা নিজেদের সেরা ফাইটার নিয়ে উপস্থিত। তবে ভারত চাইছে আগে ৩৬টি রাফাল চলে আসুক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতীয় বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদোরিয়া ইঙ্গিত দিয়েছিলেন নতুন করে ৩৬ টি রাফাল কেনার ভাবনা রয়েছে আইএএফের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ফরাসি সংস্থাটি জানিয়েছে, রাফাল ভারতের মাটিতে তৈরি হলে যেমন ভারতের সরবরাহ নিয়ে ভাবতে হবে না, তেমনই ভারতের মাটিতেই অন্য দেশের জন্য তৈরি হবে রাফাল। ফলে সরকারের আমদানি ছাড়াও চাকরির সুযোগ তৈরি হবে।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version