Thursday, August 21, 2025

বদায়ুঁ ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত মন্দিরের পুরোহিত

Date:

হাথরসের(Hatras) রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আরও একবার ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তর প্রদেশ(Uttar Pradesh)। উত্তরপ্রদেশের বদায়ুঁতে এক মহিলাকে গণধর্ষণের পর নিশংস ভাবে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত মন্দিরের পুরোহিতকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার(Arrest) করল পুলিশ(Police)।

জানা গিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মন্দিরের পুরোহিত মহন্ত সত্যনারায়ন। তাকে গ্রেফতার করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে উত্তর প্রদেশ পুলিশ। এরই মাঝে খবর পাওয়া যায়, উঘাইটি থানার অন্তর্গত একটি গ্রামে তার এক ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছে ওই অভিযুক্ত। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে মূল অভিযুক্তকে নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:ট্রায়াল রান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি এক অঙ্গ নারী কর্মীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে যোগী রাজ্য উত্তর প্রদেশ। অত্যাচার এতটাই নৃশংস ছিল যে ওই মহিলার পাঁজরের হাড় ও পায়ের একাধিক হাড় ভেঙে যায়। গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় ধর্ষকরা। এই নৃশংস অত্যাচার এর পরও পুলিশি নিষ্ক্রিয়তার ছিল চরম রকম। মৃতের পরিবারের অভিযোগ শুরু থেকেই বিষয়টিতে নিস্পৃহ ছিল পুলিশ। ১৮ ঘন্টা পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এফআইআর দায়েরের ক্ষেত্রে করা হয় গড়িমশি। যদিও পরে চাপের মুখে পড়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম(STF)। তারাই প্রথমে দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত ছিল অধরা। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হলো তাকেও।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version