Wednesday, December 24, 2025

পৃথক রাজ্যের দাবিতে মোদিকে চিঠি তামাংয়ের, কার উপর চাপ বৃদ্ধি করছেন তিনি? জল্পনা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) হঠাৎ চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং( Binoy Tamang)৷

চিঠিতে তামাং পৃথক ‘গোর্খাল্যাণ্ড’ রাজ্যের দাবি করেছেন৷ ওই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee)৷ এ রাজ্যের বিধানসভা ভোটের প্রাক্কালে বিনয় তামাংয়ের এতখানি ‘সিরিয়াস’ দাবি নিয়ে রাজ্য তথা পাহাড়ের রাজনীতি অন্যখাতে বইতে পারে বলে ধারনা রাজনৈতিক মহলের। পাশাপাশি এ প্রশ্নও উঠছে বিমল গুরুংকে তৃণমূল মদত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিনয় তামাং কি এবার বিজেপিমুখী ?

সূত্রের খবর, চিঠিতে পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে তামাং লিখেছেন,
“পাহাড়বাসীর একাংশের পৃথক গোর্খাল্যান্ডের দাবি অনেকদিনের। এই দাবিতে পাহাড়বাসী অনেকদিন ধরেই সরব।” অত্যন্ত গুরুত্ব দিয়েই তামাং প্রধানমন্ত্রীকে লিখেছেন, “পূর্ব হিমালয়ের অঞ্চলের অংশ দার্জিলিং। একমাত্র এই এলাকাই উত্তর-পূর্ব ভারত থেকে আলাদা। ভৌগলিক ও আবহাওয়ার দিক দিয়ে দার্জিলিংয়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বহু মিল রয়েছে। তা সত্ত্বেও ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে নেই দার্জিলিং, কালিম্পং, তরাই ও ডুয়ার্স। নর্থ-ইস্ট কাউন্সিলের আইন অনুসারে সংশ্লিষ্ট এলাকাকে ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে আনা হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।” বিনয় লিখেছেন, “অর্থনৈতিক ভাবে দার্জিলিং পিছিয়ে রয়েছে। পরিকাঠামো উন্নয়নেও ঘাটতি রয়েছে। তাই ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওন এর সঙ্গে যুক্ত করে দার্জিলিংয়ের উন্নয়নের দাবি করছি। এতে গোর্খাদের অনেক সুযোগ-সুবিধা মিলবে।”

বিনয় তামাং এখন একথা বললেও গত ৩ বছর ধরে এই ইস্যুতে কোনও কথাই তিনি বলেননি৷ এ সব বলা শুরু করেছেন গুরুং পাহাড়ে ফিরতেই৷ ফের নতুন করে পাহাড়বাসীর আবেগ উস্কে সরাসরি প্রধানমন্ত্রীকেই পৃথক রাজ্যের দাবি জানিয়ে দিলেন বিনয় তামাং৷
গুরুং ফিরতেই পাহাড় রাজনীতিতে নতুন মোড় এসেছে। তামাং কিছুটা কোনঠাসা৷ ভোটের মুখে প্রধানমন্ত্রীর কাছে পৃথক রাজ্যের দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ বিনয় তামাং ঠিক কোনও ইঙ্গিত দিচ্ছেন, সেটাই এখন দেখার৷

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...