Sunday, November 16, 2025

বাঙালি আবেগকে মাথায় রেখে নেতাজি জয়ন্তীতে শহরে আসছেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে বঙ্গে সংগঠন জোরদার করতে উঠেপড়ে লেগেছে বিজেপি(BJP)। প্রতি মাসেই ঘুরিয়ে-ফিরিয়ে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda) ও অমিত শাহ(Amit Shah)। তাদের পাশাপাশি এবার চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhas Chandra Bose) জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতায় পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওইদিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি।

প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামী তথা বাঙালির আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ কর্মসূচি নিয়েছে কেন্দ্র। গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি। যার শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশে ও দেশের বাইরে নেতাজির স্মৃতি বিজড়িত জায়গাগুলিতে সারা বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়োজন করা হবে নানান কর্মসূচি। জানা গিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে নেতাজির জন্ম জয়ন্তী শহরে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:ক্যাপিটাল হিলে হিংসায় ভারতের পতাকা, বরুণের অভিযোগে কাঠগড়ায় শশী

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কর্মসূচি অরাজনৈতিক হলেও একুশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে এতটাও সাধারণভাবে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলায় সংগঠনের দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিমাসে নিয়ম করে রাজ্যে আসছেন নাড্ডা-শাহরা। নির্বাচনী প্রচারের গুরুত্ব মেনে যদি দেখা যায় তবে নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকালই বাঙালির কাছে এক বড় আবেগ। ফলে সেই আবেগকে উস্কে দিতেই এবার নেতাজি জয়ন্তীতে শহরে পা রাখছেন খোদ নরেন্দ্র মোদি।

Advt

spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...