Thursday, December 18, 2025

বাঙালি আবেগকে মাথায় রেখে নেতাজি জয়ন্তীতে শহরে আসছেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে বঙ্গে সংগঠন জোরদার করতে উঠেপড়ে লেগেছে বিজেপি(BJP)। প্রতি মাসেই ঘুরিয়ে-ফিরিয়ে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda) ও অমিত শাহ(Amit Shah)। তাদের পাশাপাশি এবার চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhas Chandra Bose) জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতায় পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওইদিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি।

প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামী তথা বাঙালির আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ কর্মসূচি নিয়েছে কেন্দ্র। গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি। যার শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশে ও দেশের বাইরে নেতাজির স্মৃতি বিজড়িত জায়গাগুলিতে সারা বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়োজন করা হবে নানান কর্মসূচি। জানা গিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে নেতাজির জন্ম জয়ন্তী শহরে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:ক্যাপিটাল হিলে হিংসায় ভারতের পতাকা, বরুণের অভিযোগে কাঠগড়ায় শশী

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কর্মসূচি অরাজনৈতিক হলেও একুশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে এতটাও সাধারণভাবে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলায় সংগঠনের দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিমাসে নিয়ম করে রাজ্যে আসছেন নাড্ডা-শাহরা। নির্বাচনী প্রচারের গুরুত্ব মেনে যদি দেখা যায় তবে নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকালই বাঙালির কাছে এক বড় আবেগ। ফলে সেই আবেগকে উস্কে দিতেই এবার নেতাজি জয়ন্তীতে শহরে পা রাখছেন খোদ নরেন্দ্র মোদি।

Advt

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...