Wednesday, May 7, 2025

জিতেন্দ্র ফিরে পেলেন না পদ, নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ

Date:

জল্পনার অবসান। আসানসোল পুরসভার (Asansol Municipal Corporation) নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায় (Amarnath Chottopadhyay)। অবশেষে খালি হাতে থাকলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। হারানো পদ ফিরে পেলেন না।

শনিবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। জানা গিয়েছে, আগামী সোমবার তিনি পুরপ্রশাসক পদের দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর আসানসোল পুরসভার ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ অক্টোবর প্রশাসক পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে পুরপ্রশাসক বোর্ড করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। গত ১৬ ডিসেম্বর পুরপ্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদও ত্যাগ করেন। এরপর দলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিওয়ারি। ফের দু’দিন পরেই আবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরে আসেন তিনি। তবে তাঁকে তাঁর পদ আর ফিরিয়ে দেওয়া হয়নি।

নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হওয়ার পর অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন-বেনজির! কলকাতা প্রেস ক্লাব কেলেঙ্কারি, শ্লীলতাহানির অভিযোগে এল পুলিশ!

Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...
Exit mobile version