Thursday, July 3, 2025

বাংলার শস্য ভাণ্ডার বলে পরিচিত বর্ধমান। আর সেখানে গিয়ে কৃষকদের মন জয় করে আগামী নির্বাচনে পদ্ম ফোটাতে চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা (Jagat prakash Nadda)। কৃষক বিরোধী নয়, কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে রয়েছে সেই বার্তা পৌঁছে দিতে কাটোয়ায় কৃষকের বাড়ির দরজায় গেরুয়া ঝুলি নিয়ে হাজির হলেন তিনি। পৌষের নতুন চাল ভিক্ষের ঝুলিতে নিয়ে দরজায় সেঁটে দিলেন কৃষক সুরক্ষা অভিযানের স্টিকার।

মন্দিরে পুজো ও জনসভার পর কাটোয়ার (Katwa) গ্রামে ৫ কৃষকের (Farmer) বাড়ি থেকে চাল ভিক্ষা করলেন বিজেপির (Bjp) সর্বভারতীয় সভাপতি। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। গ্রামের রাস্তা দিয়ে গাড়িতে এলেও। পাড়ায় ঢোকেন হেঁটে। কাঁধে গেরুয়া ঝুলি।

প্রথমে নিতাই মণ্ডলের (Nitai Mandol) বাড়ির উঠোনে দাঁড়িয়ে মিষ্টিমুখ করেন জে পি নাড্ডা। নিজে হাতে নলেন গুড়ের রসগোল্লা খাইয়ে দেন দিলীপ ঘোষদের। কৃষকের ঘর থেকেই ঝুলিতে ভিক্ষা নিলেন এক মুঠো চাল। পৌষে ঘরে ওঠে নতুন চাল ভিক্ষে নিয়েই বাংলায় কৃষক উন্নয়নের অঙ্গিকার করলেন নাড্ডা।

এরপর কাটোয়ায় মথুরা মণ্ডল (Mathura Mandol) নামে এক কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজন (Lunch) করেন তিনি। মেনুতে ছিল ভাত, সবজি ডাল, বেগুন ভাজা, আলুভাজা, ফুলকপির তরকারি, চাটনি, শেষ পাতে পায়েস। তবে অন্যান্য বিজেপি নেতাদের মত জলচৌকির উপর মাটির থালায় কলাপাতা দিয়ে নয়, একেবারেই মাটিতে কলাপাতা পেতে নিতান্ত সাদামাটাভাবেই নাড্ডাকে ভাত বেড়ে দেয় মথুরা মণ্ডলের পরিবার।

আরও পড়ুন : কৃষকদের সঙ্গে নিয়ে বঙ্গে পরিবর্তন আনবে বিজেপি: ‘মা দুর্গার নামে শপথ’ নাড্ডার

তবে তৃণমূলের (Tmc) তরফে কটাক্ষ করে বলা হয় দিল্লিতে শীতের মধ্যে খোলা রাস্তায় এতদিন ধরে আন্দোলনে বসে আছেন কৃষকরা। তাঁদের পাশে গিয়ে দাঁড়ানোর সময় হয়নি। অথচ ভোট রাজনীতি করতে বাংলায় এসে কৃষক দরদী ভাবমূর্তি দেখাতে চাইছে বিজেপি নেতৃত্ব।

Related articles

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...
Exit mobile version