Monday, November 10, 2025

জিতেন্দ্র ফিরে পেলেন না পদ, নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ

Date:

জল্পনার অবসান। আসানসোল পুরসভার (Asansol Municipal Corporation) নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায় (Amarnath Chottopadhyay)। অবশেষে খালি হাতে থাকলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। হারানো পদ ফিরে পেলেন না।

শনিবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। জানা গিয়েছে, আগামী সোমবার তিনি পুরপ্রশাসক পদের দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর আসানসোল পুরসভার ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ অক্টোবর প্রশাসক পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে পুরপ্রশাসক বোর্ড করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। গত ১৬ ডিসেম্বর পুরপ্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদও ত্যাগ করেন। এরপর দলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিওয়ারি। ফের দু’দিন পরেই আবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরে আসেন তিনি। তবে তাঁকে তাঁর পদ আর ফিরিয়ে দেওয়া হয়নি।

নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হওয়ার পর অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন-বেনজির! কলকাতা প্রেস ক্লাব কেলেঙ্কারি, শ্লীলতাহানির অভিযোগে এল পুলিশ!

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version