Tuesday, November 11, 2025

নন্দীগ্রামে ‘ধাক্কা’ খাওয়া বিজেপির সেই চার মুখ কলকাতায় হাঁটবেন ১২ তারিখে

Date:

গেরুয়া শিবিরের চার বড় মুখ এবার কলকাতার রাস্তায়৷

আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (SWAMI VIVEKANANDA) জন্মদিনে বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP) যুব মোর্চা৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বিবেকের ডাক’৷ যুব মোর্চার ওই কর্মসূচিতে কলকাতায় পদযাত্রা করবেন দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারী, মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়।

সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI) বাংলার নাগরিকদের উদ্দেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন। মোদির বক্তব্য যাতে রাজ্যের মানুষ শুনতে পান, সেজন্য কিছু পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। মোদির ভার্চুয়াল বক্তব্যের প্রচার চালাতে ১২ জানুয়ারি থেকে এক কর্মসূচিও নিয়েছে রাজ্য বিজেপি। এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চাকে। যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, “১২ জানুয়ারি সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির কাছ থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা যাবে বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি পর্যন্ত। ওই শোভাযাত্রার পুরোভাগে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং শুভেন্দু অধিকারী৷”

আরও পড়ুন:প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ‘স্বদেশি’ আন্দোলনের জয়গাথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রসঙ্গত, রাজ্য বিজেপি-র এই চার মুখই শুক্রবার হাজির ছিলেন নন্দীগ্রামে। এই দু’জোড়া মুখই নন্দীগ্রামে উপস্থিত থাকলেও সেই সভায়
ইট-পাটকেল এবং ‘চোর’ স্লোগানে কার্যত দক্ষযজ্ঞ বাধে৷ তৃণমূলের খেজুরির বিধায়ক রনজিত মণ্ডলের ওই মঞ্চেই বিজেপিতে যোগদানের কথা ছিলো৷ আদি-বিজেপি কর্মীরা এই ইস্যুতেই প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় কৈলাসের ভাষন চলাকালীন ৷ তাদের বক্তব্য, ” তৃণমূলের ওই বিধায়ক চরম দুর্নীতিগ্রস্ত৷ চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলে কাঁথিতে প্রাসাদ বানিয়েছেন, কলকাতায় দু’টি ফ্ল্যাট কিনেছেন৷ রনজিত মণ্ডলের মতো লোককে বিজেপিতে নেওয়া যাবেনা৷ পরিস্থিতি এমন হয় যে তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসা নেতা-কর্মীদের যোগদান পর্বও মুখে মুখে সারেন দিলীপ ঘোষ৷ এবার সেই চার নেতাকে কলকাতার পথে নামাচ্ছে বিজেপি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version