Monday, August 25, 2025

বঙ্গে ক্ষমতায় এসেই চালু হবে আয়ুষ্মান-কৃষক নিধি, জানালেন নাড্ডা

Date:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) সফর উপলক্ষে শনিবার সকাল থেকেই গোটা বঙ্গের চোখ আটকে ছিল বর্ধমানে। সেখানে একের পর এক কর্মসূচি সেরে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে ফের একবার তৃণমূল সরকারের(TMC government) বিরুদ্ধে সরব হয়ে উঠলেন বিজেপি সভাপতি। জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ধীরে ধীরে। পরিবর্তনের সুনামি উঠেছে বাংলায়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত ও কৃষক নিধি প্রকল্প চালু করবে বলেও জানান তিনি।

এদিন সাংবাদিক বৈঠক হয় বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা বলেন, ‘রাজ্যে ক্ষমতায় আসলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। চালু হবে কৃষক নিধি প্রকল্প। আয়ুষ্মান প্রকল্পে মানুষ ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন। কলকাতার বাসিন্দা মুম্বয়তে গিয়েও চিকিৎসা করাতে পারবেন।’ পাশাপাশি রাজ্যের তৃণমূলের সন্ত্রাসের জেরে বহু বিজেপি কর্মী খুন হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘এক মাসে ৭ জন বিজেপি কর্মী খুন হয়েছে। বাংলায় ৩০০ জন বিজেপি কর্মী খুন হয়েছে। ১০০ জনের জন্যে বাগবাজার ঘাটে তর্পন করে ছিলাম।’

আরও পড়ুন:সুন্দরবনে কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ

এছাড়াও রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরো বলেন, ‘তৃণমূলের আমলে ক্রমশ ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। কৃষকদের আয়ের নিরিখে বাংলা ২৪ নম্বরে রয়েছে। বাংলায় ব্যাপক ভাবে দুর্নীতি হয়েছে।’ তার কথায়, ‘মোদী চান কৃষকদের উন্নয়ন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। কৃষকরা কেন্দ্রের আনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।’ পাশাপাশি দু’শোর বেশি আসন নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলেও এদিন দাবি করেন জে পি নাড্ডা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version