Friday, November 14, 2025

দলত্যাগী বিধায়কদের চিঠি শাসকদলের, তালিকায় নেই শোভন!

Date:

বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই দলবদলের হিড়িক বাড়ছে স্বভাবতই নজরে থাকছে শাসকদল। এখন পর্যন্ত প্রায় ১৫ জন বিধায়ক তৃণমূল (Tmc) ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখেছেন। রয়েছেন শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari), শীলভদ্র দত্তেরা (Shilbhadra Dutta)। তবে শুভেন্দু বিধায়ক পদে ইস্তফা দিয়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। তবে অন্যরা কেউই এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি। সূত্রের খবর, এবার সেই সব বিধায়কদের কাছে তাদের অবস্থান জানতে তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে।

চিঠি গিয়েছে শুভ্রাংশু রায়, শীলভদ্র দত্তের মতো বিধায়কদের কাছে। “কে এল, কে গেল ভুলে যান”, বলে শুক্রবার কালীঘাটের বৈঠকে বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তার পাশাপাশি, এবার দল ছেড়ে চলে যাওয়া বিধায়কদের রাজনৈতিক অবস্থান জানতে দলের তরফে দেওয়া হল চিঠি।

আরও পড়ুন:বেইমানের জায়গা নেই, নন্দীগ্রামে শুভেন্দুর অফিস ভেঙে সাফ করলেন স্থানীয়রা

আর এসবের মধ্যেও আরেক খবর, দলত্যাগী বিধায়কদের মধ্যে থেকে শোভন চট্টোপাধ্যায়কে এই চিঠি যায়নি। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

২০১৯-এর অগাস্ট মাসে বিজেপিতে (Bjp) যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় (Sovon Chattopadhyay)। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bandopadhyay)। কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি তিনি। এই অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি বিধায়কদের চিঠি পাঠানোকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন। যদিও, সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে যে, এখন শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chattopadhyay) চিঠি না পাঠানো হলেও ভবিষ্যতে তাকে চিঠি পাঠানোর একটা প্রস্তুতি নিচ্ছে শাসকদল।

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version