Monday, May 5, 2025

লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee)-র চেয়ারম্যান বিরোধী নেতা অধীর চৌধুরি (Adhir Choudhury)। দলবদলের পর দিনকয়েক আগে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (JCI) চেয়ারম্যান হয়েছেন নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

বঙ্গ- রাজনীতিতে অধীর-শুভেন্দুর সম্পর্ক একটা সময়ে আদা- কাঁচকলার থেকেও খারাপ ছিলো৷ অধীর-গড় ভাঙ্গতে তৃণমূলের সর্বোচ্চ মহল একসময় দুর্বল মুর্শিদাবাদ তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলো শুভেন্দুকে৷ এর পরই শুভেন্দু কার্পেট- বম্বিং করে দলের আশা একশো শতাংশ পূরণ করেছিলেন৷ একের পর এক পুরসভা এবং জেলা পরিষদ চলে যায় তৃণমূলের হাতে৷ অসংখ্য কংগ্রেস বিধায়ক চলে যান তৃণমূলে৷ ওই জেলার তিনটি লোকসভা আসনের দু’টি দখল করে তৃণমূল৷ মোটের উপর ডাকসাইটে অধীরকে নিজের গড়েই কোনঠাসা করে দিয়েছিলেন শুভেন্দু৷

আরও পড়ুন:দলত্যাগী বিধায়কদের চিঠি শাসকদলের, তালিকায় নেই শোভন!

অধীর চৌধুরিও থেমে থাকেননি৷ ২০১৬-র বিধানসভা ভোটের প্রচারে অধিকারী-গড় কাঁথিতে গিয়ে শুভেন্দুকেও পাল্টা বিঁধেছিলেন অধীর৷ বলেছিলেন, ‘‘তৃণমূল ছাড়তে চেয়ে আমার সঙ্গে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দুবাবু।” ২০১৯-এর লোকসভা ভোটে অধীর- ঘনিষ্ঠ অপূর্ব সরকারকেই বহরমপুরের প্রার্থী করে শুভেন্দু অধিকারী খেলা জমিয়ে দিয়েছিলেন৷ যদিও শেষ হাসি হেসেছিলেন অধীর চৌধুরিই৷ ৮০ হাজারেরও বেশি ভোটে হেরে যান তৃণমূল প্রার্থী৷ জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সব মুখ্যমন্ত্রীর আমলেই বহরমপুর আসন ধরে রাখতে সমর্থ হন অধীর চৌধুরি৷

এই অধীর চৌধুরি এবং শুভেন্দু অধিকারীর মুখোমুখি বসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে৷

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরি এবার বহরমপুরে কমিটির বৈঠকের আয়োজন করেছেন৷ বহরমপুরে PAC-র বৈঠকের কারন, মুর্শিদাবাদেই সর্বাধিক এবং‌ উৎকৃষ্ট চাষ হয়৷ এ বারের PAC-র বৈঠকে অধীরবাবু জেলার পাট চাষের উন্নয়নের জন্য পদক্ষেপ করতে চান৷ আর জুট কর্পোরেশনকে বাদ দিয়ে পাট নিয়ে বৈঠক অবান্তর৷ তাই PAC-র চেয়ারম্যান অধীর চৌধুরি ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য জুট কর্পোরেশন অব ইন্ডিয়া-কে এই বৈঠকে থাকতে বলেছেন।পদাধিকার বলে এই বৈঠকে তাই JCI-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর যোগদানের সম্ভাবনা প্রবল।

রাজনৈতিক মহলে জল্পনা, বহরমপুরে হতে চলা PAC-র বৈঠকে হয়তো মুখোমুখি হবেন অধীর চৌধুরি এবং শুভেন্দু অধিকারী৷ রাজ্য রাজনীতির নজর এখন সেইদিকেই৷

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version