হাসপাতালের শৌচাগারে রোগীর রহস্যমৃত্যু, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

0
1

শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে (Shrirampur Walse Hospital) রোগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কয়েকদিন আগে লিভারের সমস্যা নিয়ে ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন সিঙ্গুর (Singur) বাজার এলাকার বাসিন্দা রাজা রাম পোদ্দার (Rajaram Podder)। কয়েকদিন চিকিৎসা চলার পর শনিবার সকালে শৌচাগারে যান ওই রোগী। অনেক সময় কেটে যাওয়ার পরেও না বেরোনোয় হাসপাতালের কর্মীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে (Police)। পুলিশ গিয়ে শৌচাগারের দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রাজা রাম পোদ্দারের দেহ উদ্ধার করে।

হঠাৎ কেন ওই চিকিৎসাধীন রোগী আত্মহত্যা করলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মহত্যার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুন:দেবী থাকবেন শয়নে, নাড্ডার সর্বমঙ্গলা মন্দির দর্শন নিয়ে বাড়ছে জটিলতা