Saturday, August 23, 2025

‘স্বাস্থ্যসাথী’ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা, অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) থেকে শুরু করে ‘স্বাস্থ্যসাথী'(Swasthya Sathi), রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সমালোচনা করেছেন বিজেপি (BJP) নেতারা। স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে আদৌও পরিষেবা মিলবে, এটা নিয়েও সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু এসবের মাঝে একেবারে অন্য ছবি! ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথীর পরিবারের সদস্যদের দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে। স্বাস্থ্যসাথী কার্ড করানোর পাশাপাশি রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসাও করেছেন ওই বিজেপি নেতার পরিবারের সদস্যরা।

গত মাস থেকেই চলছে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের সর্বত্রই চলছে স্বাস্থ্যসাথী কার্ড বিলির কাজ। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পেতে লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করছেন সাধারণ মানুষ। শনিবার দুপুরে ঝাড়গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল সেখানে হাজির হন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথীর বাবা, মা, বোন-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সন্ধে ৬টা নাগাদ তাদের ছবি তোলা হয়। রাজ্য সরকারের এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি নেতার পরিবারের সদস্যরা। তারা রীতিমতো আপ্লুত। যদিও এ বিষয়ে বিজেপি নেতা সুখময় শতপথী বলেন, “এটা রাজ্যের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগত কিছু নয়। আর কার্ড না নিলে প্রত্যক্ষভাবে বোঝা সম্ভব নয়, আদৌ ওই কার্ড কোনও কাজের কি না। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে আয়ুষ্মান ভারত চালু করুন।” এ ঘটনা জানাজানি হতেই বিজেপিকে (BJP) কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)। ওই জেলারই এক দাপুটে তৃণমূল নেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি নেতারা সব জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে কথা বলছেন। অথচ তাঁদের পরিবারের সদস্যরাই কার্ড নিচ্ছে’।

আরও পড়ুন- এবার নিজেদের ‘এলেম’ প্রমানের দায় শোভন-বৈশাখীর ঘাড়েই চাপালো বিজেপি

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version