Monday, August 25, 2025

‘বিজেপি দলটাই বাতিল হয়ে যাবে এবার’, ফুটবলের উদাহরণে ব্যাখ্যা মদনের

Date:

তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে(BJP) যোগদানের হিড়িক যে হারে বেড়েছে তাতে করে আগামী দিনে বিজেপি পার্টিটা ক্যানসেল হয়ে যাবে। রবিবার বাঁকুড়ার জনসভায় উপস্থিত হয় এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র(Madan Mitra)।

রবিবার বাঁকুড়ার শিল্প শহর বড়জোড়ায় যুব তৃণমূল আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, ‘আইপিএল, আইএসএলে কোন দল চার জনের বেশী বাইরের খেলোয়াড় নিতে পারে না। নিলে দলটাই বাতিল হয়ে যায়। আর বিজেপি দলটাতো তৃণমূলের খেলোয়াড়দের ভীড়ে ভরে গেছে।’ তাঁর কথায়, ‘একটা জিপে করে ওরা যাচ্ছে, তার ডানদিকে শুভেন্দু, বাঁ দিকে মুকুল, পিছনে অর্জুন এদিকে শীলভদ্র লুকিয়ে রয়েছে, পেছন থেকে শোভন। তাহলে বিজেপি কোথায়? আসলে বিজেপি পার্টিটাই তো তৃণমূল দখল করে নিল। তাহলে বিজেপি দলটাই তো এবার বাতিল হয়ে যাবে।’

আরও পড়ুন:পায়ে দড়ি বেঁধে পেটের চিকিৎসা, নার্সিংহোমের দান দগদগে ঘা ও করোনা!

পাশাপাশি, তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির নেতা, মন্ত্রীদের হেলিকপ্টার বড়জোড়ার মাটিতে নামতে দেবেন না বলেও হুঙ্কার দেন। তিনি বলেন, ‘হরিয়ানার মতো বাংলার মাটিতেও হেলিকপ্টার নামতে দেওয়া হবে না। বিজেপিদের বলছি বেশি বাংলা দেখাচ্ছে তো, এমন বাংলা দেখাবো না তখন শ্লোগান উল্টে যাবে। আগে দিল্লি সামলা, পরে বাংলা দেখবি।’ স্বভাবসিদ্ধ ভাষায় হুমকি সুরে বলেন।

এর পাশাপাশি তিনি এদিন মানুষের কাছে ক্ষমা চাওয়ারও নিদান দেন তৃনমূল নেতা কর্মীদের। তিনি বলেন, ‘আমার মুখ থেকে হতে পারে কখনো কোনও খারাপ কথা বেরিয়েছে কোনও খারাপ ব্যবহার হয়েছে সেই জন্য মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। চলুন পায়ে ধরছি মানুষের। আমার ভুলের জন্য আমার দলকে দায়ী করবেন না। আমাদের ভুলের জন্য দলের ক্ষতি হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবেন না। আমাদের ছোট ভুলের জন্য দলের ক্ষতি এড়াতে এবার ক্ষমা চাওয়ার পালা আমাদের। এটা মনে রাখতে হবে বলেও তৃণমূল কর্মী সমর্থকদের মনে করিয়ে দেন তিনি।’

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version