Sunday, August 24, 2025

বড় দুর্ঘটনা। উড়ান শুরুর চার মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। ইন্দোনেশিয়ায় (Indonesia) ৬২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে বিমানটি। শনিবার স্থানীয় সময় দুপুর ২.৪০ মিনিটে নাগাদ শ্রীবিজয়া এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে রেডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর বোয়িং ৭৩৭ বিমানটি (Sriwijaya Air Boeing 737-500) সমুদ্রে ভেঙে পড়ে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

সেই যাত্রীদের মৃতদেহ ও দেহাংশ ভেসে আসছে উপকূলে। বিমানের যাত্রীদের মধ্যে ১০টি শিশুও ছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৬২ জন যাত্রীর মারা যাওয়ার কথা জানা যাচ্ছে। রবিবার সকালে দু’টি ব্যাগ পাওয়া গিয়েছে। যার মধ্যে ছিল যাত্রীর দেহাংশ। অন্যটিতে ছিন্নবিন্ন জিনিসপত্র।

শনিবার বিমানটি জাকার্তা থেকে পোনটিয়ানাকের (Pontianak) উদ্দেশ্যে ওড়ে। বিমানের মধ্যে ছিল ৫৬ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বিমানটিকে ২৯,০০০ ফুট উচ্চতায় ওড়ার অনুমতি দেয়। কিন্তু ১০,৮০০ ফুট উচ্চতায় উচ্চতায় ওঠার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর তল্লাশি শুরু হলে জানা যায় জাকার্তার সিওকার্নো হাট্টা বিমানবন্দর থেকে ১১ নটিক্যাল মাইল দূরে জাভা সাগরে ভেঙে পড়েছে সেটি। ল্যানক্যাং দ্বীপের কাছে সমুদ্রতল থেকে ১৫ মিটার নীচে নিমজ্জিত অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের দেহের খোঁজ পান উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রক ও বিমান সংস্থার তরফে এই দুর্ঘটনার কথা স্বীকার করা হয়েছে। ভেঙে পড়া বিমানটির বয়স প্রায় ২৭ বছর। ১৯৯৪ সালে প্রথম উড়েছিল বোয়িংয়ের বিমানটি।

আরও পড়ুন-৩০০ জঙ্গির মৃত্যু হয়েছিল বালাকোট হামলায়, অবশেষে স্বীকার প্রাক্তন পাক কূটনীতিকের

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version