Wednesday, May 7, 2025

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ব্রাত্য রেখেই রাজ্য বিজেপি(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) বঙ্গ-সফর সেরে ফেলায় রাজ্যের মাটিতে দলের সভাপতির সঙ্গে সাক্ষাৎই হয়নি শুভেন্দুর৷ নাড্ডার সফরের আগে, যে কারনেই হোক, শুভেন্দুও যেন কিছুটা উদ্যমশূন্য, নিশ্চেষ্ট ছিলেন বলেই অনেকের ধারনা হয়েছে৷ সফর নিয়ে তিনি কোনও টুইট করেননি। বরং তিনি শনিবার ব্যস্ত ছিলেন তাঁর রবিবারের পুরুলিয়া সফর নিয়ে। রাজনৈতিক মহলের অভিমত, শুক্রবার শুভেন্দুর গড় নন্দীগ্রামেই বিজেপির সভা প্রায় ভণ্ডুলের পরিস্থিতি হওয়ায় তাঁকে নাড্ডার সফরে না রেখে উল্টে পুরুলিয়ার সভার দিকে মন দিতে বলেছে দল৷

চলতি মাসের ১৯ তারিখ পুরুলিয়া শহরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন জেকে কলেজ মাঠে দুপুর একটায় ওই জনসভা হবে। ইতিমধ্যে এই সভা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:খট্টরের সামনেই কৃষক বিক্ষোভ, অন্নদাতাদের উপর ফের জলকামান-টিয়ার গ্যাস

তৃণমূল নেত্রীর সভার আগে আজ, রবিবার, পুরুলিয়ায় সভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচিতে বলা হয়েছে,পুরুলিয়ার কাশীপুরে রোড-শো-র পর সভা করবেন শুভেন্দু। ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়, জেলার সাধারণ সম্পাদক গৌতম রায় এবং সৃষ্টিধর মাহাতোর মতো নেতা। ভবিষ্যতে আরও অনেকেই যোগ দিতে চলেছেন বলে বিজেপি নেতৃত্বের দাবি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার পুরুলিয়ার সভায় শুভেন্দু হাত ধরে অনেকে যোগদান করতে পারেন। পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের পাশাপাশি কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া-সহ অনেকেই বিজেপিতে যোগদান করতে পারেন।

Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version