Monday, August 25, 2025

তৃণমূল ছেড়ে যাঁরা ভয়ে বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে রানাঘাটের সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তৃণমূল নেত্রীর নিশানায় বিজেপি। কটাক্ষ করে তিনি বলেন, ‘কালো’ টাকা ‘সাদা’ করতেই বিজেপিতে যোগ দিয়েছেন কয়েকজন নেতা। “তৃণমূল (Tmc) করলেই কালো, আর বিজেপি করলেই ভালো। বিজেপি হল সানলাইট, ওয়াশিং মেশিন (Washing Machine)। বিজেপিতে ঢুকলে সব কালো, সাদা হয়ে যায়”।

রানাঘাটের (Ranaghat) হাবিবপুরের ছাতিমতলায় জনসভায় আগাগোড়া বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী। ‘ভারতীয় জাঙ্ক পার্টি’- বলে কটাক্ষও করেন তিনি। অভিযোগ করেন, সিবিআই-ইডি’র (Cbi-ed) জুজু দেখিয়ে অন্যান্য দলের নেতাদের নিজেদের দলে টানছে গেরুয়া শিবির। মমতা দাবি করেন, কেউ টাকা আত্মসাৎ করে বিজেপিতে যোগ দিলেই তাঁদের দোষ মাফ হয়ে যায়। তাঁর কথায়, “সারাদেশে একনায়কতন্ত্র চলছে। কাউকে সিবিআই দেখিয়ে, কাউকে ইডি দেখিয়ে দলে টানছে। তাঁদের কোনও দোষ নেই। এমনি এমনি একটা কাগজ তৈরি করছে। আগামিদিন দেখে নেবেন, মিলিয়ে নেবেন”।

শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বিজেপির ইউ টিউব (You tube) অ্যাকাউন্ট থেকে নারদের ভিডিও গায়েব হয়ে যায়। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, “এই যে কয়েকজন গিয়েছেন, কেন গিয়েছেন বলুন তো? অনেক টাকা করেছে। কাউকে ইডির ভয় দেখিয়েছে, কাউকে সিবিআইয়ের ভয় দেখিয়েছে। এইসব ভয় দেখিয়ে বলেছে, যদি টাকা রাখতে চাও, তাহলে বিজেপিতে যাও, যদি কালো টাকা সাদা করতে চাও, তবে বিজেপিতে যাও, যদি টাকা মারতে চাও, তাহলে বিজেপিতে যাও। বিজেপিতে একেবারে জাঙ্ক পার্টি হয়ে গিয়েছে। ভারতীয় জাঙ্ক পার্টি সমস্ত ডাস্টবিনের মধ্যে সব ফেলে দিচ্ছে।আর সেই ডাস্টবিন থেকে বিজেপি করলে সাত খুন মাফ। অন্যরা করলে বন্ধ ঝাঁপ”।

আরও পড়ুন:চিনে ফের করোনা হানা, একাধিক প্রদেশে সংক্রমণ, শুরু লকডাউন

উত্তর 24 পরগনার ঠাকুরনগর এবং সংলগ্ন অঞ্চল এর পাশাপাশি নদী আরো অনেক জায়গাতেই মতুয়া সম্প্রদায় মানুষের বাস সে কথা মাথায় রেখেই এদিন এর এনআরসি এনবিআর নিয়ে মুখ্যমন্ত্রী তিনি জানান 50 60 বছর যারা দেশে আছে তারা এমনিতেই নাগরিক বিরোধী কোন আইন তিনি রাজ্যে চালু হতে দেবেন না বলেও জানান মমতা উদ্বাস্তু কলোনির এই সরকারই বৈধ করে দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version