Friday, November 7, 2025

ডাবগ্রাম-ফুলবাড়িতে লাল ঝান্ডার প্রচারে স্বস্তি গৌতম দেবের, কটাক্ষ বামেদের

Date:

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় সিপিএমের (CPIM) ভোটের প্রচার শুরু হওয়ায় স্বস্তিতে সেখানকারই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Goutam Deb)। সোমবার শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন গৌতম দেব (Goutam Deb)। তিনি বলেন, গত লোকসভা ভোটে তো সিপিএমের (CPIM) অস্তিত্ব অনেক জায়গায় ছিল বলে মনেই হয় না। শিলিগুড়ি মডেলের নামে তৃণমূলের (TMC) বিরুদ্ধে সব দলকে জোটবদ্ধ করা হয়েছিল। কখনও বলা হয়নি শিলিগুড়ি মডেলে মাইনাস বিজেপি (BJP)। এবার লাল পতাকা দেখে তাই ভাল লাগছে।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, গৌতম দেবের এ কথা বলার কারণ হল, আগামী বিধানসভা ভোটে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডাবগ্রাম-ফুলবাড়িতে সিপিএমের ভোট যাতে বিজেপির দিকে চলে না যায় তা তিনি নিশ্চিত করতে চাইছেন। কারণ, হিসেব বলছে, গত লোকসভা ভোটে ওই বিধানসভায় বিজেপি তৃণমূলের চেয়ে এগিয়েছিল। এমনকী, অতীতে সিপিএম যে ভোট ওই বিধানসভায় পেয়েছে তার চেয়ে অনেক কম ভোট গত লোকসভা ভোটে সেখানে বামেদের ঝুলিতে গিয়েছে।

যদিও বাম নেতাদের তরফে কয়েকজন জানান, গৌতম দেবের ভাবমূর্তি এবং কাজ যদি ভাল হয়ে থাকে তা হলে তাঁর তৃতীয়বার জেতা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। ওই বাম নেতাদের কয়েকজন মনে করেন, গৌতমবাবু নিজে জেতার ব্যাপারে অনিশ্চিত বলেই সিপিএমের ভোটের উপরে নির্ভর করতে চাইছেন। এক বাম নেতা জানান, যদি সত্যিকারের কাজ করে থাকেন তা হলে গৌতম দেব সিপিএমের ভোট কোন দিকে যাবে তা নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করছেন কেন সেটাই তো বোধগম্য নয়।

আরও পড়ুন- দেশের প্রথম ১০ কোটির জন্য করোনা টিকা কোভিশিল্ডের ভায়াল ২০০ টাকায়

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version