Sunday, November 9, 2025

শোভন-বৈশাখীর মিছিলকে নাকি গুরুত্ব দিচ্ছে না খোদ বিজেপি নেতারা?

Date:

এক সোমবার থেকে আরেক সোমবার (Monday)। ফের শহরের বুকে বিজেপির (BJP) মিছিল। ফের শিরোনামে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattopadhyay)-বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi bandyopadhyay)। গত সপ্তাহের অস্বস্তির ছবি কী এ সপ্তাহে কাটবে? গত সপ্তাহে একাধিক “বাহানা” দিয়ে দায়িত্ব নিয়ে বিজেপিকে ডুবিয়ে ছিলেন শোভন-বৈশাখী, এবার ছবিটা বদলাবে। এবার গেরুয়া শিবিরে সুখী পরিবারের বার্তা দিতে মরিয়া “বিশেষ বন্ধু-বান্ধবী”!

অবশেষে মান-অভিমানের পালা শেষ করে আজ বিকেলে বিজেপির মিছিলে যোগ দিতে চলেছেন শোভন-বৈশাখী। আজ দক্ষিণ কলকাতা (Kolkata) সাংগঠনিক জেলার উদ্যোগে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিছিল। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে।

যদিও রাজ্য বিজেপির একটা বড় অংশ শোভন-বৈশাখী নামাঙ্কিত এই মিছিলকে গুরুত্ব দিচ্ছেন না বলে খবর। কারণ, এই জুটি গত দেড়বছর ধরে মুখ পুড়িয়েছে বিজেপির। তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে। তা সত্বেও এই জুটিকে গেরুয়া শিবির না পারছে গিলতে, না পারছে উগড়াতে। তাই রাজ্য নেতৃত্বের এক বড় অংশ শোভন-বৈশাখীর কর্মসূচিকে পাত্তাই দিচ্ছে না।

সাধারণত দেখা যায়, কোনও রাজনৈতিক দলের একদিনে একটি মাত্র বড় কর্মসূচি থাকে। কিন্তু আজ শহরের বুকে একাধিক বড় কর্মসূচি রেখেছে বিজেপি। দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা পরপর সাংবাদিক বৈঠক করেছেন। এছাড়াও শোভন-বৈশাখীর মিছিলে রাজ্যস্তরের কোনও বড় নেতা যোগ দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। অথচ, ভোটের আগে শোভনও কলকাতার পর্যবেক্ষক করেছে বিজেপি। আর তাঁর সহকারী করা হয়েছে বৈশাখীকে।

সব মিলিয়ে শোভন-বৈশাখীর এদিনের মিছিলকে সেভাবে ধর্তব্যের মধ্যে ফেলছেন না রাজ্যের নেতারা। পাচ্ছে আবার মুখ পোড়ে!

আরও পড়ুন-‘সব সুদে-আসলে ফেরত দেবো’, নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল শেষে হুঙ্কার শুভেন্দুর

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version