Tuesday, November 11, 2025

বিমল গুরুংয়ের দলে ভাঙন: ২ কেন্দ্রীয় কমিটি নেতা বিজেপিতে, কটাক্ষ গৌতম দেবের

Date:

‘এখন বিশ্ববাংলা সংবাদ’ সবার প্রথমে জানিয়ে দিয়েছিল, মঙ্গলবারই বিমল গুরুংয়ের (Bimal Gurung) দলের ভাঙন ধরাবে বিজেপি। কয়েকজন বড় মাপের বিমল অনুগামী বিজেপিতে (Bjp) যোগ দেবেন। তাই-ই হল শিলিগুড়িতে। বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার (Gjm) কেন্দ্রীয় কমিটির ২ জন সদস্য ২২ জন নানা স্তরের নেতা বিজেপিতে যোগ দিলেন।

মঙ্গলবার, শিলিগুড়িতে (Siliguri) মিলন মোড়ে দলবদলের অনুষ্ঠানে হাজির ছিলেন দার্জিলিঙের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bist) ও বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসু (Saysntan Basu)। কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) আসার কথা থাকলেও শেষ পর্যন্ত উড়ান বিভ্রাটের কারণে তিনি পৌঁছতে পারেননি।

তবে পূর্ব নির্ধারিত সময়েই মিলন মোড়ে সভা হয়েছে। সেখানে বিজেপির দার্জিলিঙের সাংসদের উপস্থিতিতে মোর্চার কেন্দ্রীয় কমিটির দুই নেতা স্বরাজ থাপা (Swaraj Thapa) ও শঙ্কর অধিকারী (Sankar Adhikari) বিজেপিতে যোগ দেন। তাঁরা জানান, বিজেপির হাত ধরেই আগামী বিধানসভা ভোটে লড়বেন তাঁরা।

ওই দুই নেতার কোনও জনভিত্তি নেই বলে মত তৃণমূলের। খোদ পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, “যে নেতাদের যোগদানের কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে নিজেদের পোষাক ছাড়া কিছু আছে নাকি!” গৌতমের অভিযোগ, বিজেপি বহুদিন ধরে পাহাড়ের মানুষকেও প্রতারণা করে চলেছে।

আরও পড়ুন- সপ্তাহ খানেকের মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠাবে ভারত

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version