বিমল গুরুংয়ের দলে ভাঙন: ২ কেন্দ্রীয় কমিটি নেতা বিজেপিতে, কটাক্ষ গৌতম দেবের

‘এখন বিশ্ববাংলা সংবাদ’ সবার প্রথমে জানিয়ে দিয়েছিল, মঙ্গলবারই বিমল গুরুংয়ের (Bimal Gurung) দলের ভাঙন ধরাবে বিজেপি। কয়েকজন বড় মাপের বিমল অনুগামী বিজেপিতে (Bjp) যোগ দেবেন। তাই-ই হল শিলিগুড়িতে। বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার (Gjm) কেন্দ্রীয় কমিটির ২ জন সদস্য ২২ জন নানা স্তরের নেতা বিজেপিতে যোগ দিলেন।

মঙ্গলবার, শিলিগুড়িতে (Siliguri) মিলন মোড়ে দলবদলের অনুষ্ঠানে হাজির ছিলেন দার্জিলিঙের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bist) ও বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসু (Saysntan Basu)। কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) আসার কথা থাকলেও শেষ পর্যন্ত উড়ান বিভ্রাটের কারণে তিনি পৌঁছতে পারেননি।

তবে পূর্ব নির্ধারিত সময়েই মিলন মোড়ে সভা হয়েছে। সেখানে বিজেপির দার্জিলিঙের সাংসদের উপস্থিতিতে মোর্চার কেন্দ্রীয় কমিটির দুই নেতা স্বরাজ থাপা (Swaraj Thapa) ও শঙ্কর অধিকারী (Sankar Adhikari) বিজেপিতে যোগ দেন। তাঁরা জানান, বিজেপির হাত ধরেই আগামী বিধানসভা ভোটে লড়বেন তাঁরা।

ওই দুই নেতার কোনও জনভিত্তি নেই বলে মত তৃণমূলের। খোদ পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, “যে নেতাদের যোগদানের কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে নিজেদের পোষাক ছাড়া কিছু আছে নাকি!” গৌতমের অভিযোগ, বিজেপি বহুদিন ধরে পাহাড়ের মানুষকেও প্রতারণা করে চলেছে।

আরও পড়ুন- সপ্তাহ খানেকের মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠাবে ভারত