Saturday, August 23, 2025

বারাকপুর পুরসভার অন্তর্গত সুকান্ত সদনের কাছে বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bidhutibhusan Bandopadhyay) স্মৃতি বিজড়িত বাড়ি ‘আরণ্যক’। তবে সে বাড়ি এখন সঙ্কটে। কারণ তার পাশেই তৈরি হচ্ছে বিশাল শপিং মল (Shopping Mall)। আর তার জেরে বিধ্বস্ত হচ্ছে এই প্রাচীন বাড়িটি। আর তা নিয়েই তৃণমূলের (Tmc) অন্দরে দেখা দিয়েছে দ্বন্দ্ব।

‘আরণ্যক’-এর গা ঘেঁষে তৈরি হচ্ছে শপিং মল। অভিযোগ, সেই শপিংমলের অনুমতি একক ইচ্ছেতে দিয়েছেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান পুর প্রশাসক উত্তম দাস (Uttam Das)। এ বিষয়ে পুরসভার তৎকালীন কাউন্সিলরদের সঙ্গে কোন আলোচনাই করেননি তিনি। অথচ এই শপিং মলের কারণে বিভূতিভূষণের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী উত্তম দাসের উপর ক্ষুব্ধ। আর তার দায় পড়ছে তৃণমূলের ওপরেও। কিন্তু প্রশাসক মণ্ডলীর সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়-(Shubhrakanti Benarjee) সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। উত্তম দাস নিজের ক্ষমতার জোরে এই শপিংমলের অনুমতি দিয়েছেন। অথচ এখন তার কাজের দায়ভার এসে পড়ছে দলের ওপর।

শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলা সাহিত্য-শিল্পের একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক। বিভূতিভূষণের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেনেও তিনি চুপ করে থাকবেন এমন মানুষ তিনি নন। কিন্তু উত্তম দাসের এই কাজের জন্য তাঁর ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। এ নিয়ে দলের মনোভাব জানাতে বিভূতিভূষণের বাড়ি গিয়ে তাঁর পুত্রবধু সঙ্গীতশিল্পী
মিত্রা বন্দ্যোপাধ্যায়ের (Mitra Benarjee) সঙ্গে দেখা করেন শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তাঁরা অত্যন্ত মর্মাহত এবং শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে অবগত করবেন সেই আশ্বাস দিয়ে আসেন শুভ্রকান্তি।

এদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছে যখন দলেই এই কাজের সমর্থন নেই, তখন কীসের ভরসায় উত্তম দাস এই শপিং মলের অনুমতি দিলেন? তাহলে কি এখানে অন্য লেনদেনের খেলা রয়েছে? যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি উত্তম দাসের বিরোধী গোষ্ঠী।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি পথেই এই শপিং মলের অনুমতি দিয়েছেন উত্তম দাস। তবে উত্তম দাস জানিয়েছেন, শপিং মলের কাজ শেষ হলেই বিভূতিভূষণের বাড়ির পাঁচিল তৈরি করে দেওয়া হবে। তবে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ মানতে নারাজ তিনি। এখন বিশিষ্ট সাহিত্যিক স্মৃতিবিজড়িত বাড়ি কীভাবে বাঁচানো যায় তা নিয়ে চিন্তিত সকলে।

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version