আজ, মঙ্গলবারই রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন।তারমধ্যে গতকাল, সোমবার রাতে আরও একটি স্বস্তির খবর এসেছে স্বাস্থ্য দফতরের কাছে। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে শহরে ফেরত যাত্রীদের শরীরে নতুন করোনা ভাইরাস পাওয়া যায়নি। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।

আরও পড়ুন:হুমকি ফোন! থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে মেডিক্যাল কলেজের অধ্যক্ষার পুত্রের শরীরে মেলে স্টেইন ভাইরাস। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীরা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা। তাঁদের শারীরিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। পরবর্তীতে সেই নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীর ন্যাশলান ইন্সটিটিইউ অফ জিনোমিক্সে।
