Sunday, August 24, 2025

গীতাঞ্জলি প্রকল্পে ঘরের দাবিতে বন্ধ ইসলামপুর বাইপাসের কাজ

Date:

Share post:

ইসলামপুর বাইপাসের জমিদাতাদের বকেয়া টাকা ও গীতাঞ্জলি প্রকল্পের ঘরের দাবিতে বাইপাসের কাজে বাধা ইলিয়াবাড়ি গ্রামের জমিদাতাদের। এর জেরে বাইপাসের রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিতে হয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তা বন্ধ থাকার ফলে ঠিকাদারি সংস্থার কোন গাড়ি বের হতে পারেনি।

২০০৪ থেকে ২০০৫ সালে ইসলামপুর (Islampur) বাইপাসের ৩১ নম্বর জাতীয় সড়কের রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেছিল। ফলে জমির ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে মঙ্গলবার ইসলামপুর বাইপাসের জমিদাতারা আন্দোলনে (Agitation) নামেন। এই আন্দোলনের ফলে দীর্ঘদিন এই বাইপাসের রাস্তার নির্মাণের কাজ হয়নি । ২০১৬ সালে জেলা প্রশাসন জমিদাতাদের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করে।

আন্দোলনকারীদের দাবি ছিল যে, জেলা প্রশাসনের তরফ থেকে জমিদাতাদের একটি গীতাঞ্জলি (Gitanjali) প্রকল্পের ঘর দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি এ জমির জন্যও অতিরিক্ত টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ফলেই আন্দোলন থেকে সরে আসেন জমিদাতারা। এছাড়া জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত গতিতে কাজ যাতে সম্পন্ন হয় তাঁরই উদ্যোগ নেন। ইতিমধ্যে সড়ক নির্মাণের কাজ প্রায় শেষের মুখে। এদিন বকেয়া টাকা পরিশোধ এবং গীতাঞ্জলি প্রকল্পের ঘরের দাবিতে ইসলামপুর ব্লকের ইলিয়াবাড়ি গ্রামের ৫০ জন জমিদাতা রাস্তা নির্মাণ সংস্থার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বাইপাসের রাস্তা তৈরির কাজ। বাইপাসের রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে নির্মাণকারী সংস্থার কোন গাড়ি বের হয়নি । এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- বিমল গুরুংয়ের দলে ভাঙন: ২ কেন্দ্রীয় কমিটি নেতা বিজেপিতে, কটাক্ষ গৌতম দেবের

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...