Sunday, August 24, 2025

তিনটি কৃষি আইনেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত, গঠন করা হলো কমিটি

Date:

কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের(Farm law) স্থগিতাদেশের আভাস আগেই দিয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। অবশেষে মঙ্গলবার বিতর্কিত তিনটি আইন লাগু করার ওপর স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্দেশ না আসা পর্যন্ত এই তিনটি বিল লাগু করা যাবে না। পাশাপাশি এই আইন বিষয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে আদালতের তরফে। কমিটিতে সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে অশোক গুলাটি, ডক্টর প্রমোদ কুমার যোশি, ও অনিল ধনবনের।

উল্লেখ্য, শুরু থেকেই এই কমিটির বিরোধিতা করেছিল কৃষক সংগঠনগুলির(Farmer organisation)। তবে এদিন আদালতে তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কৃষকরা যদি সরকারের আগে যেতে পারে তবে কমিটির সামনে কেন নয়? তারা যদি সমস্যার সমাধান চান তবে আমরা শুনতে চাই না যে কৃষকরা কমিটির সামনে উপস্থিত হবে না।’ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন রায়ে জানান, ‘দিল্লি সীমান্তে বিক্ষোভ না করে রামলীলা ময়দানে কৃষকরা যাতে আন্দোলন চালাতে পারেন তার জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হোক।’

এদিন শীর্ষ আদালতের আরও জানানো হয়েছে কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা তাদের হাতে রয়েছে কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য জারি থাক এমনটা আদালতের অভিপ্রায় নয়। এবং এই কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন:ফের একবার করোনায় আক্রান্ত সাইনা নেহওয়াল, তাইল‍্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন তিনি

প্রসঙ্গত, গত সোমবার কৃষি আইন এর বিরুদ্ধে আদালতের করে কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় কৃষক বিদ্রোহ মেটাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এবং তা স্পষ্ট ভাবে ধরা পড়ছে। একরকম একতরফাভাবেই এই আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি।

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version