Monday, August 25, 2025

তিনটি কৃষি আইনেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত, গঠন করা হলো কমিটি

Date:

কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের(Farm law) স্থগিতাদেশের আভাস আগেই দিয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। অবশেষে মঙ্গলবার বিতর্কিত তিনটি আইন লাগু করার ওপর স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্দেশ না আসা পর্যন্ত এই তিনটি বিল লাগু করা যাবে না। পাশাপাশি এই আইন বিষয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে আদালতের তরফে। কমিটিতে সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে অশোক গুলাটি, ডক্টর প্রমোদ কুমার যোশি, ও অনিল ধনবনের।

উল্লেখ্য, শুরু থেকেই এই কমিটির বিরোধিতা করেছিল কৃষক সংগঠনগুলির(Farmer organisation)। তবে এদিন আদালতে তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কৃষকরা যদি সরকারের আগে যেতে পারে তবে কমিটির সামনে কেন নয়? তারা যদি সমস্যার সমাধান চান তবে আমরা শুনতে চাই না যে কৃষকরা কমিটির সামনে উপস্থিত হবে না।’ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন রায়ে জানান, ‘দিল্লি সীমান্তে বিক্ষোভ না করে রামলীলা ময়দানে কৃষকরা যাতে আন্দোলন চালাতে পারেন তার জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হোক।’

এদিন শীর্ষ আদালতের আরও জানানো হয়েছে কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা তাদের হাতে রয়েছে কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য জারি থাক এমনটা আদালতের অভিপ্রায় নয়। এবং এই কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন:ফের একবার করোনায় আক্রান্ত সাইনা নেহওয়াল, তাইল‍্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন তিনি

প্রসঙ্গত, গত সোমবার কৃষি আইন এর বিরুদ্ধে আদালতের করে কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় কৃষক বিদ্রোহ মেটাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এবং তা স্পষ্ট ভাবে ধরা পড়ছে। একরকম একতরফাভাবেই এই আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version