গুরুংয়ের দলে ভাঙন আজ, আসরে কৈলাশ বিজয়বর্গী, রাজু বিস্ত

কিশোর সাহা: গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং(Bimal Gurung) পন্থীদের মধ্যে ভাঙন ধরাতে কোমর বেঁধে নেমেছে বিজেপি(BJP)। দলীয় সূত্রের খবর, আজ মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে মিলন মোড়ে কৈলাশ বিজয়বর্গীর(Kailash Vijayvargiya) উপস্থিতিতে বিমল গুরংয়ের দলের তিন প্রথম সারির নেতা বিজেপির পতাকা নেবেন। এরা মূলত কালিম্পং এলাকার। এরা বিজেপির সঙ্গে থেকে ভোটে যেতে চান। গুরুংকেও চাপ দিয়েছেন।

সূত্র অনুযায়ী, চাপে পড়ে গুরুং সোমবার সড়ক পথে কলকাতায় গিয়েছেন। আজ, পিকের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। গুরুং শেষ মুহূর্তে দলের ওই তিন নেতাকে আটকানোর চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন:‘শক্তিকে উপলব্ধি করতে শিখিয়েছিলেন স্বামীজি’, বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে মোদি

বিজেপি সূত্র অনুযায়ী, গুরুংদের দলে ভাঙন ধরাতে মূল দায়িত্ব নিয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত। সোমবার তিনি গুরুংয়ের দলের এক কার্যকরী সভাপতির সঙ্গেও আলোচনা করেছেন। আজ বিকেলে শিলিগুড়িতে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে সেই ভাঙন ধরানোর কাজে সূচনা করতে বেছে নেওয়া হয়েছে নেপালি ভাষী অধ্যুষিত মিলন মোড় এলাকার জনসভাকে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিমান পরিষেবা সংক্রান্ত সমস্যার কারণে আজ হয়তো আসতে পারবেন না কৈলাস বিজয়বর্গীয় সে ক্ষেত্রে রাজ্য বিস্ত ও সায়ন্তন বসুর উপস্থিতিতে হবে এই দলবদল।