Wednesday, November 12, 2025

কয়লা পাচারকাণ্ড: সকাল থেকে দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল-সহ ১০ জায়গায় CBI তল্লাশি

Date:

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuglling) কোমর বেঁধে নেমেছে সিবিআই (CBI)। আজ, বুধবার সকাল হতেই ফের তল্লাশি অভিযান (Raid) শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে রয়েছে সিআইএসএফ (CISF) জওয়ানরা।

মূলত দুর্গাপুর (Durgapur), রানিগঞ্জ (Rangunia), আসানসোল (Asansol)-সহ ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জানা গিয়েছে, ৭৫ জন অফিসার পাঁচটি দলে ভাগ হয়ে একই সময়ে তল্লাশি অভিযান শুরু করেন। ব্যবসায়ী বিনয় মিশ্র এবং কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি কয়লা পাচারকাণ্ডে রাজ্যজুড়ে অভিযান চালায় ইডি। ১২টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি অভিযান করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশাল দল। কলকাতার একাধিক জায়গায় এদিন সকাল থেকেই এই অভিযান শুরু হয়ে যায়। বড়বাজারে সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেন তাঁরা।

এ ছাড়াও লেকটাউন, হুগলি, উত্তর চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি হয়। বাঙুর অ্যাভিনিউয়ে গণেশ বাগাড়িয়ার বাড়িতেও এদিন হানা দেয় ইডি। যদিও তাঁর ফ্ল্যাট তালা বন্ধ। কারোর দেখা মেলেনি সেখানে। কবে, কোথায় গেছেন বাড়ির লোকজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছেন ইডি অফিসাররা। এ ছাড়াও আরও অনেকেরই বাড়িতে তল্লাশি চলছে। সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে খবর ইডি সূত্রে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version