Friday, August 22, 2025

ক্যাপিটল হিলে (capitol hill) তাণ্ডবের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (donald trump) তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়ার প্রস্তাব খারিজ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (mike pense)। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হিংসার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেও বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকতে চান তিনি। এই বিষয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য পেন্সকে চাপ দেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি (nancy pelosi) এক চিঠি দিয়ে ক্যাপিটল হিলে হামলার পর দায়িত্ব পালনে অযোগ্যতার অভিযোগ তুলে সংবিধানের ২৫ তম সংশোধনী অনুসারে ট্রাম্পকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। সংবিধানের এই বিশেষ ধারা প্রয়োগ করার ক্ষমতা রয়েছে ভাইস প্রেসিডেন্টের। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (mike pense) জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে পদ থেকে সরিয়ে দিতে ২৫ তম সংশোধনী প্রয়োগ করবেন না তিনি। সংশধোনীর প্রস্তাব প্রত্যাখ্যান করে পেন্স বলেছেন, এই দাবি থেকে আমাদের সরে আসতে হবে। এই মুহূর্তে এমন আবেগ দেশকে আরও বিভাজিত করবে এবং অশান্তি বাড়বে।এই পরিপ্রেক্ষিতে রিপাবলিকান সদস্যদের বক্তব্য, সংবিধানের ২৫ তম সংশোধনীটি আনা হয়েছিল প্রেসিডেন্টের অক্ষমতা দূর করতে। কিন্তু হাউস রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট সদস্যরা এটাকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছে। এই দাবি পূরণ করা যাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে গত সপ্তাহেই ভয়াবহ তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। অনেকের মতে, মার্কিন গণতন্ত্রের প্রতীক হিসেবে চিহ্নিত ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা শুধু বেনজির তাই নয়, তা আমেরিকার গণতন্ত্রের উপর আঘাত। এই হিংসার ঘটনায় এক পুলিশ ও এক মহিলা সহ ৫ জন নিহত হন। এই হামলায় মদত দেওয়ার অভিযোগেই ট্রাম্পকে পদচ্যুত করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের (impeachment) প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। আজ বুধবার ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মত ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটি করাতে চায়। এই ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হবে বলে আশাপ্রকাশ করেছেন স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসি তাঁর চিঠিতে জানিয়েছেন, আমরা জরুরি ভিত্তিতে কাজ করব, কারণ এই প্রেসিডেন্ট গণতন্ত্রের উপর হিংসার প্রতিনিধিত্ব করছেন। তাঁর প্ররোচনাতেই গণতন্ত্রের ওপর ভয়াবহ হামলা হয়েছে। ফলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া দরকার।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version