Wednesday, December 17, 2025

সুযোগ পেলে আমিও স্বাস্থ্যসাথীর কার্ড করবো’, অন্য সুরে দিলীপ ঘোষ

Date:

Share post:

“আমি স্বাস্থ্যসাথীর বিরোধী নই৷ সুযোগ পেলে আমিও তো ওই কার্ড করবো”৷

বিস্মিত হলেও সত্যি,
বিজেপির রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ (Dilip ghosh) এ কথাই বলেছেন৷ দিলীপবাবুর ভাই এবং তাঁর পরিবারের অনেকেই রাজ্য সরকারের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ কার্ড
(swasthyasathicard)
করানোয় রাজনৈতিক তথা বিজেপি ( bjp) মহলে নানা প্রশ্ন উঠেছে৷ তৃণমূলের(tmc) কটাক্ষেরও শিকার হতে হচ্ছে দিলীপ ঘোষকে।

ঠিক এই পরিস্থিতিতেই এবার কিছুটা অন্য সুর শোনা গেল মেদিনীপুরের সাংসদের গলায়। দিলীপবাবু স্পষ্টই বলেছেন, তিনি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধী নন! তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী কার্ড করানো নিয়ে এদিন প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, ‘‘আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। করিওনি৷ আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।’’

অবশ্য এর পাশাপাশি দিলীপ ঘোষ নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে? এটাই তো প্রতারণা৷”

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের পৈতৃক বাড়ি গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। ওনার
মা, ভাই-সহ পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। দিলীপ-ভ্রাতা হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক বিজেপির মণ্ডল সভাপতি। খুড়তুতো ভাই সুকেশ ঘোষ ওই জেলার বিজেপির সহ-সভাপতি। এনারা সবাই সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড করিয়েছেন৷ অথচ এনারাই এই প্রসঙ্গে বারবার রাজ্যকে নিশানাও করেছেন৷ বঙ্গ-বিজেপির শীর্ষ নেতার পরিবারের সদস্যদের এই কার্ডের লাইনে নজরে পড়তেই নানারকম আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সে বিষয়েই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ৷

আরও পড়ুন:শনিবার থেকে পিজি এবং ন্যাশনাল মেডিক্যালে ভ্যাক্সিন দেওয়া শুরু হবে

Advt

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...