জঙ্গি গ্রেফতারের খবর। তার সঙ্গে বিরুষ্কার ছবি। সর্বভারতীয় একটি সংবাদপত্র (national newspaper) এমনি একটি খবর প্রকাশিত হয়েছে। আর তাতেই হাসির খোরাক হয়েছে ওই সংবাদমাধ্যম। নিন্দার ঝড়ও উঠেছৈ সোশভাল মিডিয়া জুড়ে। ঠিক কী ঘটেছে? জম্মু-কাশ্মীরে দুই জইশ-ই-মহম্মদ (jaish e mohammad) জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই ছিল খবরের হেডলাইন (news headline)। আর তাতে ব্যবহার করা হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) আর অনুষ্কা শর্মার (Anushka Sharma) হাসি মুখের ছবি। টুইটারের সর্বত্র ছড়িয়ে পড়েছে ছবিটি। তা নিয়েই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Hahaha 🤣🤣🤣 Print media l🤣
News : 2 JeM terrorists arrested in J&K
Pic : Anushka Sharma and Virat Kholi pic.twitter.com/t5siAN8qhG— Serene Monk (@Jvlmk) January 12, 2021
যে খবর এবং ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেটি প্রকেশিত হয়েছে গত ১১ জানুয়ারির। আর তাতে সূত্র হিসেবে সংবাদ সংস্থা এএনআই-এর নামোল্লেখ রয়েছে। নেটিজেনদের অনেকেই ছবিটি শেয়ার করে মতামত জানিয়েছেন। কেউ প্রিন্ট মিডিয়ার উপর হেসেছেন, কেউ আবার ব্যঙ্গ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এমন ভুল হয় কী করে যে, জঙ্গির গ্রেপ্তারির খবরে বিরাট ও অনুষ্কার ছবি বসানো হয়? তবে সংবাদপত্রের পক্ষেও অনেকে মতামত দিয়েছেন। লিখেছেন তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় এমন ভুল হয়ে যায়।

আরও পড়ুন – মকর সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে কলকাতায়
