আরও এক পদ খোয়ালেন শিশির, এবার জেলা সভাপতিত্ব থেকে অপসারণ

আরও খানিকটা গুরুত্ব কমিয়ে দেওয়া হল শিশির অধিকারীর (Sisir Adhikari)। তৃণমূল কংগ্রেস (TMC) জেলা সভাপতির পদ থেকে সরিয়ে শিশিরকে জেলা চেয়ারম্যানের পদে দেওয়া হয়েছে। মঙ্গলবারই দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের(DSDA) চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারিকে অপসারিত করা হয়েছিল। তারই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ অর্থাৎ বুধবার পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে। তাঁর পরিবর্তে মেদিনীপুর জেলা সভাপতির পদে বসানো হল সৌমেন মহাপাত্রকে।

রদবদল হয়েছে জেলা কো অর্ডিনেটরের পদেরও। সেখান থেকে সরানো হয়েছে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ আনন্দ অধিকারীকে। তবে এখনও চেয়ারম্যান পদে রইলেন শিশির। এক সংবাদমাধ্যমকে সোমেন মহাপাত্র বলেন, “শিশির অধিকারীর সুস্থতা কামনা করি। তিনি প্রণম্য নেতা।”

আরও পড়ুন-ফের রাজ্যে এসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন

Advt

Previous articleফের রাজ্যে এসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন
Next articleমানিকতলায় বড়সড় অগ্নিকাণ্ড, উৎস খুঁজছে পুলিশ