সৌরভ, জয় শাহের হস্তক্ষেপে স্বস্তির খবর ভারতীয় দলে

অবশেষে স্বস্তির খবর ভারতীয় দলে ( India team)। টিম ইন্ডিয়ার জন‍্য সুইমিংপুল এবং জিম খুলে দেওয়ার হোটেল কর্তৃপক্ষ।

মঙ্গলবারই চতুর্থ টেস্ট (4 th test) খেলতে ব্রিবেস (brisbane) পৌঁছে যায় অজিঙ্কে রাহানের ( Ajinkye Rahane) দল। সেখানে কঠোর নিয়মে রাখে ভারতীয় দলকে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাহানেদের, তার উল্টো ব‍্যবহার করা হয় ভারতীয় দলের সঙ্গে। সংক্রমণের ভয়ে হাউসকিপিং বন্ধ করে দেওয়া হয়। ক্রিকেটাররা নিজেদের শৌচাগার নিজেরাই পরিষ্কার করেন। এই পরিস্থিতি একেবারে মেনে নিতে পারেনি টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয় সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly) এবং জয় শাহদের ( jay shah)। এদিন বিসিসিআই (Bcci) ক্রিকেট অস্ট্রেলিয়ার( cricket Australia ) সঙ্গে কথা বলে। তারপরই খুলে দেওয়া হয় সুইমিংপুল এবং জিম।

১৫ তারিখ ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগে চোট আগে জর্জরিত টিম ইন্ডিয়া। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছে রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja), যশপ্রীত বুমরাহ ( Jasprit Bumrah)। সম্ভবত পাওয়া যাবে না হনুমা বিহারীকেও (Hanuma Bihari)। এমনিতেই দল গড়তে হিমশিম খাচ্ছে টিম ম‍্যানেজমেন্ট। তার মধ‍্যে ব্রিসবেনে হোটেলে এত কঠোর নিয়ম। সব কিছুতেই নাজেহাল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:রোহিত, রাহানেদের চাঙ্গা রাখতে বিশেষ পদ্ধতি টিম ম‍্যানেজমেন্টের

Advt

Previous articleমেট্রোতে আর লাগবে না ই-পাস, তবে টোকেন এখনই নয়
Next articleমকরসংক্রান্তিতে রাজ্যের ব্যবস্থাপনায় ই-স্নান, ছাড়পত্র আদালতের